পঞ্চম ধাপে আজ ৫ জানুয়ারি বুধবার শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের(ইউপি) নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলার প্রতিটি কেন্দ্রে তরুণ ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের ভূমিকা ছিল প্রশংসনীয়।
বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন ১ নং মির্জাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মিজলু আহমদ চৌধুরী, ২নং ভূনবীর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মোঃ আব্দুর রশীদ, ৩ং সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে দুদু মিয়া, ৪নং সিন্দুরখান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে ইয়াসিন আরাফাত রবিন, ৫নং কালাপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা এম এ মতলিব, ৬নং আশিদ্রোণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রনেন্দ্র প্রসাদ বর্ধন, ৭নং রাজঘাট ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয় বোনার্জী, ৮নং কালিঘাট ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রানেশ ঘোয়ালা, ৯নং সাতগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে দেবাশীষ দেব রাখু বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন প্রার্থী এর মধ্য আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৯ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১ জন। বিদ্রোহী আওয়ামী লীগ ১১ ও স্বতন্ত্র প্রার্থী ২৫ জন। সাধারণ সদস্য পদে ৩৯৩ ও সংরক্ষিত সদস্য পদে ১৩০ জন প্রতিদ্বন্দিতা করেছিলেন।