আজ ২ জানুয়ারি বুধবার মৌলভীবাজার উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ারুল কাদির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদরাসার মুহাদ্দিস মাও. সিরাজুল ইসলাম।
প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উত্তর বাড়ন্তি জামে মসজিদের খতিব মাও. আব্দুল বাছিত আজাদ।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।