আজ ৫ জানুয়ারী ২০২২ইং থেকে শুরু হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী সনাতম ধর্মাবলম্বীদের সরস্বতি পূঁজা। সারা দেশের ন্যায় মৌলভীবাজার শহরেও বাদ যায়নি। শহরের পাড়ায় পাড়ায়, স্কুলে স্কুলে দেবী সরস্বতির মৃৎমূর্তি বসিয়ে পূঁজা অর্চ্চনা চলছে আড়ম্বরপূর্ণভাবে। আজ শুভ পঞ্চমী দিন শুরু হয়ে আগামীকাল ৬ষ্ট দিবসে বিসর্জন দেয়া হবে। এবার বিসর্জনে কোন শুভাযাত্রা থাকবে না। যার যার মূর্তি যার যার দায়ীত্বে বিসর্জন দেবেন। সকল পূঁজা মণ্ডপে কোভিড বিধি মান্যকরে অর্চ্চনা পরিচালিত হয়।
মৌলভীবাজার পৌর এলাকায় সর্বমোট ৮০টি পূঁজা মণ্ডপ তৈরী করা হয়েছে বলে জানা গেছে।