ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ঐতিহ্যবাহী একুশের প্রকাশনা শিখা’র সুবর্ণজয়ন্তী সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার(২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে মোড়ক উন্মেচন করা হয়। সৈয়দ আব্দুল মতালিব রঞ্জু’র সভাপতিত্বে ও কামরুল হাসান মিজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহমদ আফরোজ। অনুভূতি ব্যক্ত করেন, ছোটকাগজ ‘ফসল’ এর সম্পাদক মোহাম্মদ আব্দুল খালিক, লেখক সৈয়দ মোহিবুল আমিন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আবু তোরাব চৌধুরী লিটন, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মকবুল হোসেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, উদীচী জেলা সংসদের সভাপতি মিজানুর রহমান, ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক শিশুসাহিত্যিক মহিদুর রহমান, পূর্ণা রায় ভৌমিক, কামরুল হোসেন ফাত্তাহ প্রমুখ।
বক্তারা বলেন, জেলা শহর থেকে পঞ্চাশ বছর ধরে একটি সংকলনের ধারাবাহিক প্রকাশনা বিরল। এই জেলার শিল্প সাহিত্যের অগ্রযাত্রায় শিখা যেমন ভূমিকা রেখেছে তেমনি নতুন লেখক তৈরীতেও রেখেছে অবদান। বিশ্বায়নের যুগে মানুষের আত্মকেন্দ্রিকতার বাইরে সুকুমার চর্চার মঞ্চ হিসেবে শিখার অগ্রযাত্রা শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়, মাতৃভাষার মর্যাদার সাথেও প্রাসঙ্গিক।
একুশের প্রকাশনা শিখা প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বের হয়। স্বাধীনতার বছর থেকে প্রকাশিত এই সংকলন পঞ্চাশ বছর ধরে মৌলভীবাজার থেকে ধারাবাহিক প্রকাশ হচ্ছে। এবছর পঞ্চাশতম বিশেষ সংখ্যা যৌথভাবে সম্পাদনা করেন আহমদ আফরোজ, কামরুল হাসান মিজু, রনি পাল ও আরিফুল হক জনি। প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।