1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পুলিশের গুলিতে ৭ মাস বয়সী শিশু নিহতের ঘটনায় তদন্ত হবে - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৫৪ পূর্বাহ্ন

পুলিশের গুলিতে ৭ মাস বয়সী শিশু নিহতের ঘটনায় তদন্ত হবে

হাওর অঞ্চলীয় প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৫৬ পড়া হয়েছে
-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে সাত মাস বয়সী শিশু নিহতের ঘটনায় তদন্ত করে দেখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গুলি করার পিছনে মুল কারণ বের করে পুলিশের গাফিলতির প্রমান পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার পুলিশ লাইনে নারী পুলিশের জন্য নবনির্মিত ব্যারাক উদ্বোধনী শেষে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব দেশে খাদ্যদ্রব্য ও ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে। খুব শীঘ্রই অবস্থার পরিবর্তন হবে।

সংরক্ষিত আসনের এমপি জোহরা আলাউদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রদলের ৫ হাজার ক্যাডারকে পুলিশে চাকুরী দিয়েছিল। আমাদের ছাত্রলীগের কর্মী যারা আছেন, তারা চাকরি পান না। এই ছেলেরা কি চাকরি পাওয়ার জন্য এত‌ই অযোগ্য। এই ছেলেদের জন্য আমরা এমপি হয়েও সুপারিশের সুযোগ পাই না। মন্ত্রী যদি আমাদের সুযোগ দেন, লিখিত পরীক্ষায় উত্তির্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় যাতে আমরা তদবির করতে পারি। তাহলে আমাদের ছেলেরা-মেয়েরা কিছুটা হলেও চাকুরী পাবেন।

মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মজিফ উদ্দিন আহমেদ, মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT