মুক্তকথা: মৌলভীবাজার কাচারী: শনিবার ২০শে আগষ্ট ২০১৬।। কথায় আছে- ‘ছবি কথা বলে’। উপরের ছবিটি তেমনি একটি। এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন আর মানুষজনের দূর্ভোগের মাত্রা উপলব্দি করতে কোন জরিপ চালাতে হবেনা। ছবিটিই সেই উপলব্দির জন্য যথেষ্ট। ছবিটির কৃতিত্ব বিশিষ্ট পটুয়া সাংবাদিক আব্দুল ওয়াদুদের।
মাত্র কয়েক মাস আগে এই সড়কটি মেরামত করা হয়েছে ! কয়েক ফুট যায়গাজুড়ে সৃষ্ট খাদের রূপ দেখলেই সমস্যার নমুনা অনুধাবন করতে কোন কসরৎ করতে হবে না। খাদগুলো স্বাভাবিক এর চেয়ে একটু গভীরে থাকায় বৃষ্টি হলেই জলমগ্ন হ্য় রাজনগর-খেয়াঘাটবাজার সড়কের বুরভুরি পুলের পাশের এই অংশটি! সংস্কারের আগে মাটি ভরাট করে সড়ক মেরামত করলে কাজটি স্থায়ী হবে বলে মনে করেন অভিজ্ঞমহল। ফলে দূর্ভোগ থেকে রক্ষা পাবে যাতায়াতকারী মানুষজন।