মৌলভীবাজার প্রতিনিধি
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার সদর উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া সুলতানা উপকারভোগীদের হাতে ই-মিউটেশনেট মাধ্যমে সম্পাদিত নামজারি খতিয়ানের কপি, অনলইনে পরিশোধকৃত ভূমি উন্নয়ন করের দাখিলা তুলে দেন।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া সুলতানা উপকারভোগীদের উদ্দেশ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। প্রথম দিনে ৩১ জন সেবা গ্রহীতাদের বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।
কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ মে ) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মো. রইছ আল রেজুয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, শিক্ষক আব্দুল মুমিন, সাংবাদিক শাহীন আহমেদ।