1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নেতাদের সাথে অপরাজিতার মতবিনিময় এদিকে জুম আইটি কেন্দ্র উদ্বোধন - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

নেতাদের সাথে অপরাজিতার মতবিনিময় এদিকে জুম আইটি কেন্দ্র উদ্বোধন

বিশেষ বার্তাপরিবেশকগন॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ২২৬ পড়া হয়েছে

মৌলভীবাজারে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতার মতবিনিময় সভা

বিশেষ বার্তাপরিবেশক

মৌলভীবাজারে অপরাজিতার আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় জেলা নারী ফোরামের সভাপতি মুক্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও সদর উপজেলার সদস্য শংকরী রানী চন্দ্রের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা জাসদের সভাপতি আব্দুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি অশোক কুমার দাশ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেত্রীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক দলে নারীদের স্থান সহ বিভিন্ন বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন।

কমলগঞ্জে জুম আইটি ইন্সটিটিউটের উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক প্রযুক্তিগত সুবিধা সম্বলিত কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান জুম আইটি ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১টায় আদমপুর বাজার সংলগ্ন তেতইগাঁও এলাকায় নিজস্ব ক্যাম্পাসে এ ইন্সটিটিউটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ।

জুম আইটি ইনস্টিটিউটের উদ্যোক্তা পরিচালক হামোম প্রবীতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, ইন্সটিটিউটের সহকারী পরিচালক রাজাবাবু সিংহ, সাংবাদিক আর, কে, সোমেন, আকাশ আহমদ, প্রশিক্ষক নয়ন গঞ্জু, সাথী ঘোষ প্রমুখ। 

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে মাথায় রেখে বাংলাদেশের তরুণ প্রজন্মের স্কিল ডেভেলপমেন্টের লক্ষ্যে জুম আইটি ইনস্টিটিউট এর যাত্রা শুরু। এ আইটি ইনস্টিটিউট এর প্রধান উদ্দেশ্য হল আইটিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সবথেকে উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া। কেননা তথ্য প্রযুক্তির এই যুগে আইটি দক্ষতাকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। প্রযুক্তির অপব্যবহার না করে নিজেকে দক্ষভাবে গড়ে তুলে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

জুম আইটি ইনস্টিটিউটের উদ্যোক্তা পরিচালক হামোম প্রবীত জানান, আগামী ১৭ জুন শিিনবার কম্পিউটার বেসিক কোর্সের প্রথম ক্লাস শুরু হবে। ৩মাস/৬মাসব্যাপী চলমান ব্যাচে ৩৫% ছাড়ে ভর্তি চলছে। এখানে প্রশিক্ষণার্থীরা লাইফটাইম বেকআপ সাপোর্ট, ১ বছরের ফ্রি পারসোনাল কম্পিউটার সার্ভিসিং, কোর্স সম্পন্ন করার ৩ মাসের মধ্যে চাকুরী কনফার্ম হলে নিশ্চিত ফুল কোর্স ফি রিটার্ন এবং ২ বছরের জন্য সম্পূর্ণ ফ্রি অনলাইন রেজিস্ট্রেশন সেবা পাবে। তিনি আরও বলেন, মানসম্মত দক্ষশিক্ষার ব্যাপারে জুম আইটি ইনস্টিটিউট কখনো আপোষ করবে না। ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে এবং ডিজিটাল বিশ্বের সাথে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের পাশে সবসময় থাকবে জুম আইটি ইনস্টিটিউট।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT