রাজনগর উপজেলা নির্বাচন :
রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। ২১মে(ভোটের দিন) ৪ যুবককে জাল ভোটের সাথে সম্পৃক্ততা পাওয়ায় কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর ভোট কেন্দ্র থেকে তাৎক্ষনিক আটক করেন নির্বাচনে দ্বায়িত্ব পালনকারী ম্যাজিস্টেট ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
আবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিরুধী কার্যকলাপে সম্পৃক্ততা পাওয়ায় ওই দিন বিকেলে নির্বাচনে টহলরত দ্বায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট উপজেলার কামারচাক ইউনিয়নের পঞ্চানন্দপুর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আকাশ দাশ ও সহকারী প্রিজাইডিং অফিসার জাকির হোসেনকে আটক করা হয়।
তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশী হেফাজত থেকে আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক বুধবার রাতে বলেন, মঙ্গলবার ভোট কেন্দ্র থেকে ওই দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, নির্বাচন বিরুধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আমরা আটক করি। আদালতে মামলাও দেয়া হয়েছে।