1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বেলুচিস্তানে কি ঘটছে? - মুক্তকথা
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

বেলুচিস্তানে কি ঘটছে?

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬
  • ৭৮৯ পড়া হয়েছে

মুক্তকথা:  রোববার, ১৬ই অক্টোবর ২০১৬।।  বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এর ড. আল্লাহ নজর বালুচ তার গোপন অবস্থান থেকে রয়টারের সাথে এক সাক্ষাৎকারে পাকিস্তান বিষয়ে যা বল্লেন তা’তে আমার মনে হয়েছে সাম্রাজ্যবাদী দুনিয়ার খুনি পিশাচ ধনিকগুষ্ঠী পাকিস্তানসহ এ নমুনার বেশ কিছু রাস্ট্র কৌশলে তৈরী করে রেখেছে সারা দুনিয়ার সম্পদ লন্ঠনের জন্য। আমি নিশ্চিত হয়ে বলতে পারি ১৯৪৭ এ পাকিস্তান যখন স্বাধীন হয় তখন কথা ছিল ভারতের সবক’টি জাতি রাষ্ট্র স্বাধীন হবে। ১৯৪০সালে মুসলিম লীগ তাদের এক গুরুত্বপূর্ণ সভায় এ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রস্তাব পাশ করে যা উপমহাদেশের ইতিহাস আর ঐ বৈঠকি স্বাধীনতার ইতিহাসেও “লাহোর প্রস্তাব” নামে খ্যাত। পরে ধনিকগুষ্ঠীর কারসাজিতে আমূল বদলে যায়, যা অনেক ইতিহাস লেখকের কাছে আজো রহস্যময় ঠেকে(!)। সাম্রাজ্যবাদী ইংরেজ ও ভারতীয় উঠতি হিন্দু-মুসলিম ধনিকগুষ্ঠীর প্রতিভূ জিন্নাহ-নেহেরুর গোপন বৈঠকে সে প্রস্তাব বদলে যায়। জাতি রাষ্ট্রের পরিবর্তে গঠিত হয় শোষণের কল্পিত রাষ্ট্র পাকিস্তান ও হিন্দুস্তান। সেই যে শুরু হয়েছিল বাংলাসহ কাশ্মির বেলুচিস্তান, সিন্দ, পাঞ্জাব, হায়দরাবাদ, জুনাগড়, উড়িয়া, মণিপুর, ত্রিপাড়া প্রভৃতি মাটি ও মানুষকে নিয়ে লুন্ঠনের রাজনীতি তা’ আজও চলছে দিনে-দুপুরে সারা দুনিয়ার নাকের ডগায়। এ না’হলে কেবলমাত্র সম্পদ আহরণের জন্য একটি দেশ তার নাগরিকদের এভাবে নির্বিচারে হত্যা করবে কি কারণে? তা’হলে স্বাভাবিক প্রশ্ন দেশ নামে এরা কারা?

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT