কমলগঞ্জ উপজেলার এক পুকুরে ডুবে ছাদিয়া বেগম(৬) নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গেলো মঙ্গলবার, ১৯ নভেম্বর, বিকেলে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনার পার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছাদিয়া ওই এলাকার কালন মিয়া মেয়ে।
শিশু ছাদিয়ার মা আরজা বেগম বলেন, পরিবারের সবার অগোচরে তার মেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শেষ পুকুরে ভেসে থাকতে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কনক সিংহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে
৩ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে দখলদারদের হাত থেকে প্রায় ৩ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মাপজোকের পর ওইসব অবৈধ দোকান মালিকদের নোটিশ করে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে অনেকে দোকানপাট সরিয়ে নিলেও যারা সরাননি তাদেরগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উচ্ছেদকৃত জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।
তিনি উচ্ছেদকৃত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, বাজারের একটি নির্দিষ্ট জায়গায় তাদের পুনর্বাসন করা দেওয়া হবে।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোফায়েল আহমেদ ও আব্দুল মালেক এবং ব্রাহ্মণবাজার ইউপির তহশিলদার আব্দুল আলীম। [সংবাদদাতা]
বৈষম্যবিরোধী মামলায় মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মহিম দে মধুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার জেলা শহরের সেন্ট্রাল রোডস্থ তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মাহবুবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার মামলার এজাহারভুক্ত আসামি।