অকাল মৃত্যুর কোলে আশ্রয় নিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী ও কবি
সালেহ মওসুফ
মৌলবীবাজার শহরের গীর্জাপাড়া এলাকার বাসীন্দা শহরের অত্যন্ত পরিচিত মুখ সবার প্রিয়, প্রাক্তন ছাত্রনেতা, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালেহ মওসুফ, আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। মৃত্যুকালে তিনি ৩ভাই, ৩বোন, স্ত্রী ও ২কন্যা সন্তানসহ অসংখ্য আত্মিয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার তিনি কাজে থাকা অবস্থায় শারিরীক অসুস্থতা উপলব্দি করলে একটি ক্যাব ডেকে হাসপাতালে যাওয়ার পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লণ্ডন, রেডব্রীজের কিং জর্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দেশ-বিদেশের অনেক মৌলবীবাজার প্রবাসী সালেহ মওসুফের মৃত্যুতে সমবেদনা জানিয়ে আমাদের ফোন করেছেন এবং তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।