মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে ২০ একর সরকারি টিলাভূমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা ‘রোকনটিলা ইকোপার্ক ও আনোয়ারাবাদ ফ্রুটস গার্ডেন’ ভেঙ্গে দিয়েছে প্রশাসন। গতকাল মৌলভীবাজার জেলা প্রশাসন অভিযান চালিয়ে জমিতে নির্মিত বিভিন্ন স্থাপনা ভেঙে সরকারি মালিকানার প্রতিক লাগিয়ে দেয়।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে সারাদিন।অভিযানে অন্যান্যের মধ্যে কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শাহ জহুরুল হোসেন, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া কুলাউড়া পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল।
সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেন থেকে জানা যায়, জমির মালিক সরকারের পক্ষে মৌলভীবাজারের জেলা প্রশাসক উল্লেখ করে সেখানে একটি নামফলক স্থাপন লাগিয়ে দেওয়া হয়েছে। অবৈধ দখলে থাকা সরকারি জমি উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসন সূত্রে আরো জানা গেছে, স্থানীয় বাসিন্দা ছয়ফুল ইসলাম ওরফে রোকন মিয়া তথ্য গোপন করে ১৯৯২-৯৩ সালে কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া টি এস্টেট(চা-বাগান) মৌজায় ২০ একর সরকারি টিলাভূমি নিজের নামে নামজারি করে ফেলেন। ১০-১২ বছর আগে তিনি ওই স্থানে ইকোপার্ক ও ফলবাগান স্থাপন করেন। কয়েক বছর আগে প্রশাসনের কর্মকর্তারা অনুসন্ধান চালিয়ে ওই জমি সরকারি বলে চিহ্নিত করেন। পরে জমির নামজারি বাতিল করা হয়। একই সঙ্গে জমির ভূমি উন্নয়ন কর গ্রহণও বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে সংবাদদাতা জানতে চাইলে ছয়ফুল ইসলাম মুঠোফোনে দাবি করেন, তিনি খরিদাসূত্রে ওই জমির মালিক। অভিযানের আগে তাঁকে কোনো নোটিশ করা হয়নি। জমির মালিকানা ফিরে পেতে ও ক্ষতিপূরণ চেয়ে তিনি আইনের আশ্রয় নেবেন।