জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
নাট্যকার আব্দুল মতিন গ্রেপ্তার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নাট্যকার আব্দুল মতিন গ্রেফতার হয়েছেন।
গত শনিবার, ১৪ ডিসেম্বর’২৪, দুপুর ১২ টার দিকে শহরের চৌমুহনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল
আঞ্চলিক ইজতেমা
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মৌলভীবাজারে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) শহরতলীর জগন্নাথ পুরের কাছে তাবলীগ জামাতের নিজস্ব মাঠে দুপুর ১২টার দিকে দেশ ও বিশ্ব মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের ভেতর দিয়ে ইজতেমার শেষ হয়।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হয় তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা। ওই দিন সিলেটের শুরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস ছাড়াও মূল পর্বে বক্তব্য রাখেন থাইল্যান্ড থেকে আসা তাবলীগের বিশিষ্ট ব্যক্তিত্ব মাওলানা আছরি। এ ছাড়াও ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের গুণীজনেরাও বক্তব্য রাখেন।
উল্লেখ্য, তিনদিনের জেলা ইজতেমার শেষ দিনের শেষ মুনাজাত পর্বে অংশ নেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।
মৌলভীবাজারের কমলগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ ফাত্তাহুর রশিদ মাহফুজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা এবং তাদের মধ্যে থেকে ৫০ জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়।
বেলা ১১টার ফ্রি চিকিৎসা ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ পরিষদ কমলগঞ্জ পৌর শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ আস্তফা’র সভাপতিত্বে ও মাওঃ মুহাম্মদ সিহাব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড ডি, এম, সাদিক আল শাফিন, মৌলভীবাজার মুসলিম কমিনিউটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওঃ শেখ গাজী নুরে আলম হামিদী, সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মাও: নুরুল মুক্তাকিম জুনাইদ, কমলগঞ্জ পৌর বনিক সমিতির সহ সভাপতি কাজী মামুনুর রশিদ, কমলগঞ্জ সমাজ কল্যান পরিষদের পৃষ্টপোষক মাওঃ লুৎফর রহমান জাকারিয়া, সিনিয়র সভাপতি মাওঃ হুসাইন আহমদ খালেদ, সাধারণ সম্পাদক হাফিজ লুৎফর রহমান শিপন, অর্থ সম্পাদক শামসুল ইসলামসহ আরো অনেকে। পরে এক দোয়া অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পটুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও এসিল্যান্ড ডি এম সাদিক আল শাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, শিক্ষক দেবাংশু রঞ্জন পাল, সমরেন্দু সেন গুপ্ত বুলবুল, মঞ্জুর আহমদ আজাদ মান্না, মাও: সোয়েব আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।