গত ২৪ ডিসেম্বর পূর্ব লন্ডনের এক হলে ‘গৌৱব ৭১’ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ও সাংস্কৃতিক অুনষ্ঠান ২০২৪ অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব কৱেন গৌৱব ৭১ যুক্তৱাজ্যেৱ সভাপতি জনাব আব্দুৱ ৱাজ্জাক মোল্লাহ্।
কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে প্রথম পর্বে আলোচনা সভা শুর করা হয়। গৌৱব ৭১ এর সাধাৱন সম্পাদক কবিৱুল ইসলাম কামাল ও যুগ্ন সাধাৱন সম্পাদক কামৱুজ্জামান দুলালেৱ পৱিচালনায় সভায় উপস্হিত ছিলেন যুক্তৱাজ্য আওয়ামীলীগেৱ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আহাদ চৌধুৱী, সুইজাৱল্যান্ড আওয়ামীলীগেৱ সংগ্ৰামী সভাপতি নজৱুল ইসলাম জমাদাৱ, লন্ডন মহানগৱ আওয়ামী লীগেৱ সহ সভাপতি জনাব সফিউদ্দিন, যুক্তৱাজ্য যুবলীগেৱ যুগ্ন সাধাৱন সম্পাদক জামাল খান, গৌরব ৭১ যুক্তরাজ্যের প্রধান উপদেষ্টা আতিয়ার রসুল কিটন, পৱ্তুগাল আওয়ামীলীগেৱ প্ৰতিষ্ঠাতা সভাপতি ৱফিকুল্লাহ্ মুন্সী, পৱ্তুগাল আওয়ামীলীগেৱ সাবেক সহ সভাপতি মহসীন হাবিব ভূইয়া, পৱতুগাল আওয়ামীলীগেৱ সাবেক সাধাৱন সম্পাদক শওকত ওসমান, ইতালী বঙ্গবন্ধু পৱিষদেৱ সাবেক সভাপতি হাবিবুৱ ৱায়হান সহিদ, ইতালী আওয়ামীলীগেৱ সাবেক যুগ্ন সাধাৱন সম্পাদক সোহেব দেওয়ান, ইতালী মিলান আওয়ামীলীগেৱ সাবেক সাংগঠনিক সম্পাদক ৱয়েল তালুকদাৱ, মিলান লম্বাৱদিয়া আওয়ামীলীগেৱ সাবেক সাংগঠনিক সম্পাদক অনিক হাসান, গৌৱব ৭১এৱ সহ সভাপতি মুজিবুৱ ৱহমান সৱকাৱ, গৌৱব ৭১এৱ সহ সভাপতি ফকৱুল ইসলাম, গৌৱব ৭১এৱ সিনিয়ৱ সহ সভাপতি হাকিম সিকদাৱ, সর্ব ইউৱোপিয়ান আওয়ামী সোসাইটিৱ যুগ্ন সাধাৱন সম্পাদক মোৱশেদ উদ্দিন আহমেদ, বাবুল খান সামিম, সুসান্ত ঘোষ, গোলাম ফাৱুক, কামাল আহমেদ, নাসিমুল হক, নিউহাম যুবলীগেৱ যুগ্ন সাধাৱন সম্পাদক জালাল আহমেদ, মিজানুল বাৱী, নুরজাহান মিফাতুল নূর, রিনা কবির, কামরুন নাহার, নাজ নায়িম, মনিকা দেবনাথ সহ আরো অনেকে।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতার পতাকা খচিত উত্তোরি পরিয়ে দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব জহিরুল ইসলাম সিকদার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পৱিচালনা করেন গৌৱব ৭১এৱ সদস্য নাজমা সুলতানা নার্গিস ও সদস্য আহমেদ ৱাজু। জাতীয় সংগীত দিয়ে দ্বিতীয় পর্বটি শুরু হয় এবং ছোট্ট সোনামনি জেসিকা রহমানের বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে তার বক্তব্য, শিশু শিল্পী স্নিগ্ধা রায়ের গাওয়া দেশের গান ও শিশু শিল্পী অর্গ পালের নৃত্য উপস্হিত দর্শকদের মুগ্ধ করে। উক্ত অনুষ্ঠানে আরো নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় নৃত্যশিল্পী নিহারিকা, সোমা গংগা ও ডিপ। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহানাজ সুমি, রাজিয়া রহমান, আল্পনা, অশিত রায় রিংকু, ফারুক সরদার, সালাহউদ্দিন আহম্মেদ, আতিকুর রহমান, স্নিগ্ধা ইসলাম ও রাজ।
ইউকে ওয়েলস আওয়ামী লীগ ও যুবলীগের উদ্দ্যোগে কার্ডিফে বাংলাদেশের মহাণ বিজয় দিবস পালিত
গত ১৭ ডিসেম্বর ‘২৪ইং তারিখে বৃটেনের ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বাংলাদেশের মহাণ বিজয় দিবস উপলক্ষে কার্ডিফের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন, জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার মধ্য দিয়ে সম্পন্ন হয় বিজয় দিবস পালনের আনুষ্ঠানিকতা।
যথাযোগ্য মর্যাদায় বৃটেনের কার্ডিফ শহরে গত ২৬ শে ডিসেম্বর সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মুক্ত গনতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গিকারে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে বাংলাদেশের ৫৪তম গৌরবের বিজয় দিবস পালিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করাও হয়।
যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ওয়েলস আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা এম এ মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধে অবদানকারী সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিকসম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেকছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল,ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, আব্দুর রুউফ, সহআওয়ামী লীগ, যুবলীগ ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জুয়েল রাজ
অসাম্প্রদায়িক মূল্যবোধের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের গানে গত ২১ ডিসেম্বর সম্প্রীতিকনসার্ট ইউকের আয়োজনে, লণ্ডনের আলতাব আলী পার্কে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত শিল্পীকণ্ঠে উচ্চারিত হয়ে জানান দেয়া হল অসাম্প্রদায়িকতার বাণী।
সংগঠনের মুখপাত্র ঊর্মি মাজহারের পরিচালনায় এবং গৌরী চৌধুরীর সমন্বয়ে সমবেত কন্ঠে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতারের গানসহ বাউল শাহ আব্দুল করিমের গান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নজরুল ইসলাম অকিব ও স্মৃতি আজাদ। শপথ গ্রহণ ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলেই যে শপথ বাক্য উচ্চারণ করেন তার মর্মার্থ হলো- “আমরা আমাদের কর্ম, চিন্তা ও চেতনায় মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার প্রতি পরম আস্থা এবং মানবসত্তার মর্যাদা ও মূল্যবোধের প্রতি অবিচল শ্রদ্ধাবোধ ধারণ ও প্রতিপালন করব। সময় সময় বাংলাদেশে ভিন্ন ধর্ম, বর্ণ, ধারা ও প্রকৃতির মানুষের উপর যেসব অত্যাচার সংগঠিত হয়েছে আমরা তার পূণরাবৃত্তির অবসান চাই।”
বাংলাদেশে ঘটে যাওয়া সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমন ও ক্ষতিসাধন সহ যে অমানবিক নিপীড়ন হয়েছে সেগুলোর নিন্দা জানিয়ে অনুষ্ঠানের আয়োজনকারী থেকে শুরু করে অংশগ্রহনকারী সকলেই উল্লেখিত নারকীয় সকল নৃশংসতার সুষ্ঠু তদন্ত, বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন-“আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী জনগন ঘোষনা করছি যে আমাদের প্রতিবেশীদেশসমুহ সহ সর্বত্র সাম্প্রদায়িক সম্পর্ককে অক্ষুন্ন রাখতে এবং যে কোন সহায়ক ভূমিকা পালন করতে সর্বদা সচেষ্টথাকব। আমরা বৃটিশ-বাংলাদেশী জনগন আরো ঘোষনা করছি যে যুক্তরাজ্যে বসবাসরত নানা ধর্মের, নানা বর্ণের, নানা সংস্কৃতির, নানা জাতির মানুষের মধ্যে বিদ্যমান বহু- সাংস্কৃতিক সমাজ ব্যবস্থায় আমরা একান্তভাবে বিশ্বাসী এবং এই ঐতিহ্যকে অটুট রাখতে তথা বিভিন্ন নৃগোষ্ঠির মানুষের মধ্যে প্রীতি ও সুসম্পর্ক গঠনে সব সময় দৃষ্টি রাখব।”
আমরা আরো ঘোষনা করছি যে আমাদের এই সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত ভাবে চলমান থাকবে। পরস্পরের হাতে হাত ধরে সব ধরণের উগ্রবাদের বিরুদ্ধে আমরা সম্প্রীতির জয়গান গাইব।”
গোটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, প্রশান্ত পুরকায়স্থ বিএমই, সৈয়দ এনামুল ইসলাম, বিজন ভট্টাচার্য, লিপি চুন্নু, মাহফুজা তালুকদার, মারুফ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, রবীন পাল, ময়নুর রহমান বাবুল, শাহাব আহমেদ বাচ্চু, আব্দুল হামিদ, সৈয়দ এনামুল ইসলাম, ধনঞ্জয়পাল, জয়দীপ রায়, মাহমুদ হাসান মিঠু, শম্পা কুন্ডু, জুয়েল রাজ, হাফসা ইসলাম ও হেনা বেগম।