1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইত্যাদির অনুষ্ঠান পণ্ড, ভাঙচুর ও মারামারি - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

ইত্যাদির অনুষ্ঠান পণ্ড, ভাঙচুর ও মারামারি

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১ পড়া হয়েছে

ইত্যাদির অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত

ঠাকুরগাঁওয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আয়োজনে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে নির্ধারিত সময়ের আগেই স্থগিত হয়ে যায় অনুষ্ঠানটি।

অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যেই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলোনা।

বৃহস্পতিবার(৯ জানুয়ারি) সন্ধ্যার পরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবস্থিত রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদির অনুষ্ঠান ঘিরে এমন ঘটনা ঘটে।

ইতিমধ্যে অনুষ্ঠানের বেশ কিছু মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মূহুর্তের মধ্যে অগণিত দর্শকের দেখায় চলে আসে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।



ভিডিও টি অন্তর্জাল থেকে সংগৃহীত


প্রত্যক্ষদর্শীদের কথা উল্লেখ করে সংবাদ ও গণমাধ্যমে প্রকাশ হয়- “ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে বহু সহস্র মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয়। তবে এমন পরিস্থিতির জন্যে অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছে।

সংবাদ মাধ্যমের সাথে কথা বলা দু’জন দর্শকের অভিমত- অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল। তবুও কর্তৃপক্ষ যথেষ্ট আসন ও নিরাপদ ব্যবস্থা করেনি। এটা তাদের ব্যর্থতা। অন্য একজনের মতে- পাশ নিয়ে ইত্যাদি অনুষ্ঠান দেখতে গিয়ে অনুষ্ঠানে ঢুকতে পারেননি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যেই হয়েছে।

রাণীশংকৈল থানার অফিসার ওসি আরশেদুল হক সংবাদ মাধ্যমকে বলেন, মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ফিকাফিকি করেছে। আর অনুষ্ঠান সময়ের আগেই শেষ করে দিয়েছে। কেউ আহত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT