সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময়
মৌলভীবাজারের কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর স্বদেশ আগমন উপলক্ষে সাংবাদিক সমিতির আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কমলগঞ্জ সাংবাদিক সমিতির পক্ষ থেকে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পীকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজের সভাপতিত্বে ও কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। আলোচনায় অংশ নেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মো: মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবি নির্মল এস পলাশ, মোনায়েম খান, স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর সদস্য আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন সজীব প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় সভায় স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পী বলেন, ছোটবেলা থেকেই আমার লেখালেখি ও মানব কল্যাণে নিয়োজিত থাকার চেষ্টা চালিয়ে আসছি। ভবিষ্যতেও স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।
পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভানুগাছ বাজারে বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বুধবার দুপুরে ভানুগাছ বাজারে স্থানীয় ইসলামি ব্যাংকের উত্তর পার্শে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়।
![]() |
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া। উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি কাজি মামুনুর রশীদ, কমলগঞ্জ সদর ইউপি জামায়াতের আমীর এবাদুর রহমান, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল হাই প্রমুখ। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর শিল্প ও বাণিজ্য শাখার সভাপতি আরমান হোসেন দোলনসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। তারা জানান, ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।
জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে ভানুগাছ বাজারের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন। অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিনা লাভের এই দোকানের কার্যক্রমের শুভ উদ্বোধন করে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া।
পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে জামায়াতে ইসলামীর এ উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ জনগন। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।