তিনি বলেন, আমরা বাংলাদেশের সংস্কার সংশোধন করতে চাই, একটি মানবিক ও কল্যাণ রাস্ট গঠন করতে চাই। যে রাষ্ট্র মহানবী হযরত মোহাম্মদ (স) উপহার দিয়ে ছিলেন সে রখম একটি যেখানে কোন মানুষ নিরাপদ ছিলনা, অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল, সে সমাজে রাসুল (স) দাওয়াতে দ্বীনের কাজ করে একটি সুন্দর রাষ্ট্র গড়েছিলেন তা সকল মানুষের মাঝে মডেল হয়ে থাকবে। আমরা সেরকম একটি দেশ গঠন করতে চাই। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যুগে যুগে যারা কাজ করেছে তারা বাধাঁর সম্মুখীন হয়েছেন আমরা তার ব্যতিক্রম নয়। বাধাঁ আসলে তার মুকাবিলার মধ্য দিয়েও দ্বীন প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ।
![]() |
শুক্রবার (২৯ আগস্ট) সাইফুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার জনশক্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এনসিপি নেতা প্রীতম দাশ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা পরিদর্শনে এসে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগী, তাদের স্বজন ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
![]() |
পরিদর্শনকালে তিনি রোগীদের নানা অভিযোগ শোনেন এবং চিকিৎসকদের কাছ থেকেও দৈনন্দিন কার্যক্রম ও সমস্যার খোঁজ নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, শ্রীমঙ্গলের প্রায় পাঁচ লাখ মানুষের সেবা দেওয়ার জন্য এ স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৫০ শয্যা ও সীমিত সংখ্যক চিকিৎসক রয়েছে। ফলে চিকিৎসকদের দ্বিগুণ দায়িত্ব পালন করতে হচ্ছে, যা সেবার মানকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
তিনি জানান, হাসপাতালে কোনো নিরাপত্তা প্রহরী নেই। বহিরাঙ্গনে অতিরিক্ত বেড বসানো হলেও সেখানে ফ্যান নেই। বিভিন্ন স্থানে লাইট নষ্ট হয়ে থাকায় অন্ধকারে রোগী ও স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শিশু ওয়ার্ডের দেয়ালে ফাটল ধরে আছে, বৃষ্টির সময় পানি ঢোকার ঝুঁকি রয়েছে।
প্রীতম দাশ বলেন, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে পরিস্থিতি সামাল দিচ্ছেন। তবে জনবল ও অবকাঠামোগত সংকট সমাধান না হলে বড় ধরনের অচলাবস্থা তৈরি হবে।
এনসিপির পক্ষ থেকে তিনি দ্রুত স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, পরিছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মী নিয়োগ এবং অবকাঠামোগত সমস্যার সমাধানের দাবি জানান।
রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর’সহ দলীয় নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।
![]() |
শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরে বের হয়। মিছিলটি শ্রীমঙ্গল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি অপু রায়হান, উপজেলা সাধারণ সম্পাদক খালিদ বিন ওয়ালিদ, জেলার অর্থ সম্পাদক আব্দুছ ছাত্তার, জেলা যুব ও ক্রীড়া সম্পাদক আমির আলী, উপজেলা সহ সভাপতি কানাই দাশ, যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি আরিফ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক উসমান আলী’সহ প্রমুখ।
গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে জাপার লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ভিপি নুরসহ বহু নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
জাতীয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর রাজধানীতে নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।
![]() |
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহসভাপতি নাহিদা খানম, যুব অধিকারের জেলা সভাপতি তানিম হোসেন রুহিন, ছাত্র অধিকার পরিষদ নেতা নুর আহমদ হাসান, কিবরিয়া আহমদ, রায়হান আহমদসহ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। যদি দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁর ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
![]() |
![]() |