১ ডিসেম্বর ২০২৫ থেকে চালু হতে যাচ্ছে
মৌলবীবাজার মহাবিদ্যালয় বাস যোগাযোগ সেবা
মৌলবীবাজার সরকারী মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুবিধার লক্ষ্যে শ্রীমঙ্গল ও কুলাউড়া থেকে মৌলবীবাজার যুগপৎভাবে দু’টি বাস যোগাযোগ সেবা চালু করা হয়েছে। মহাবিদ্যালয় চলাকালীন সময়ে উপরোক্ত দু’টি উপজেলা থেকে নিয়মিত শ্রেণীকক্ষে পাঠগ্রহনে সঠিক সময়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিত রাখার লক্ষ্যে এ যোগাযোগ সেবা দু’টি চালু হতে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ বাসযোগাযোগ সেবা চালু হবে।
মহাবিদ্যালয় স্থানীয় কর্তৃপক্ষের এমন ছাত্র-ছাত্রীবান্ধব সেবা কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেছেন অভিভাবক ও শিক্ষাবান্ধব বিদ্যুৎসাহী মহল।
|
|
উল্লেখ্য যে, শ্রীমঙ্গল ও কুলাউড়া এ দুই উপজেলায় মহাবিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বসবাস করেন। প্রতিদিন যাতায়াতের জন্য নির্ভরযোগ্য বাস সুবিধা না থাকায় শিক্ষার্থীদের সময়মতো ক্লাসে পৌঁছানো সম্ভব হয় না।
![]() মহাবিদ্যালয়ের ছয়যুগ পুরানো প্রতিষ্ঠাকালীন প্রশাসনিক ও পাঠদান ভবন। ছবি: অন্তর্জাল |
সেজন্য শিক্ষার্থীদের নিরাপদ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় মহাবিদ্যালয়গামী বাস যোগাযোগ সেবা চালু হতে যাচ্ছে। এতে করে এ দু’টি উপজেলার শিক্ষার্থীদের সুদীর্ঘকালের পুরোনো একটি দাবী পূরণ করা হলো।
ছাত্র-ছাত্রীদের যোগাযোগের প্রায় সত্তুর বছরের পুরানো এ দাবীটি পূরণ হওয়ায় এলাকাবাসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষসহ কর্তৃপক্ষের প্রতি অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, ১৯৫৬ সালে মৌলবীবাজার মহাবিদ্যালয় প্রতিষ্ঠালাভ করে। তখন অবশ্য মহাবিদ্যালয়টি বেসরকারী ছিল।