1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বিলেতে বাঙ্গালী…

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ পড়া হয়েছে

 

স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে এমএসপি নির্বাচিত
শ্রমিক দলের(লেবার পার্টি)
ফয়ছল চৌধুরী

নতুন এডিনবরার নর্দান আসনে স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন এমএসপি ফয়ছল চৌধুরী

এডিনবরার দীর্ঘদিনের সমতা আন্দোলনকারী ও এমএসপি ফয়ছল চৌধুরী নবগঠিত এডিনবরার নর্দান আসনে নির্বাচিত হলেন। তাঁর প্রতিশ্রুতি- “প্রতিটি সম্প্রদায়, প্রতিটি রাস্তা এবং প্রতিটি বাসিন্দার জন্য শক্তিশালী কণ্ঠস্বর” হয়ে কাজ করবেন।

ফয়ছল চৌধুরী, ২০২১ সালে স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর থেকে বৈষম্য দূরীকরণ, জনসেবার সুরক্ষা এবং অবহেলিত জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার জন্য সুপরিচিত হয়ে উঠেন। তার কাজের ক্ষেত্র জুড়ে রয়েছে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কমিউনিটি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

বিজয়ী ফয়ছল চৌধুরী বলেন- “এই আসনের জন্য দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে আমি গর্বিত। এডিনবরার নর্দান আমার বাড়ি; আমি আমাদের মানুষের শক্তি জানি। আবাসন সংকট থেকে শুরু করে প্রয়োজনীয়সেবায় কাটছাঁট পর্যন্ত মানুষ কীধরনের বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি। প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি বলেন- “আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই লেবার পার্টির সদস্যদের, CWU, ASLEF, কো-অপারেটিভ পার্টি এবং সকলকে, যারা আমার প্রতি আস্থা রেখেছেন ও সমর্থনকরেছেন। আমি তাদের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হতে এবং এডিনবরার নর্দান আসনে জয়লাভ করতে নিরলসভাবে কাজ করব।”

সীমানা পরিবর্তনের পর প্রথমবারের মতো এডিনবরার নর্দান আসনে ভোট হবে, যা ফয়ছল চৌধুরীর মতে “বাসিন্দাদের সঙ্গে তাদের এমএসপির মধ্যে একটি শক্তিশালী, সরাসরি সম্পর্ক গড়ে তোলার নতুন সুযোগ।”জীবনযাত্রার ব্যয় সংকট, জনসেবার ওপর চাপ এবং ক্রমবর্ধমান বৈষম্য অনেক মানুষকে পিছিয়ে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমি আবাসনে বিনিয়োগ, ন্যায্য মজুরি এবং আমাদের স্থানীয় ব্যবসার জন্য লড়াই করে যাবো।”

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT