1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোটের খেলায় মৌলবীবাজার - মুক্তকথা
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ভোটের খেলায় মৌলবীবাজার

কাওছার ইকবাল ও প্রনীত রঞ্জন দাস।
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ০ পড়া হয়েছে

মৌলভীবাজার-৩ এবং ৪ আসনে বৈধ তালিকা অনুযায়ী
১০ দলীয় জোটের একাধিক প্রার্থী।


মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আহমদ বেলাল (ঘড়ি মার্কা)। একই আসনে ১০ দলীয় জোটের জামায়েতে ইসলামী প্রার্থী মো: আব্দুল মান্নান (দাড়ি পাল্লা)।

অপরদিকে মৌলভীবাজার-৪ আসনে ১০ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশ (শাপলা কলি)। একই আসনে ১০ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী ( রিকশা)। মৌলভীবাজাররে ৪টি আসনে চুড়ান্ত প্রার্থী এখন পর্যন্ত ২৪ জন।

গেলো ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে মোট তিন জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের পর ২৪ প্রার্থীর নাম চুড়ান্ত রয়েছে।

তার হলেন : জনাব লোকমান আহমদ (মৌলভীবাজার-১), রাজনৈতিক দল: খেলাফত মজলিস।
জনাব মোহাম্মদ লুতফর রহমান কামালী (মৌলভীবাজার-৩), রাজনৈতিক দল: বাংলাদেশ খেলাফত মজলিস।
মোহাম্মদ আব্দুর রব (মৌলভীবাজার-৪), রাজনৈতিক দল: বাংলাদেশ জামায়াতে ইসলামী।



মৌলভীবাজার-৩ আসনে জোটের সিদ্ধান্ত অমান্য

জামাতের প্রার্থীতা বহাল


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষিত হয়েছে। জোটের সিদ্ধান্ত অমান্য করে  দাড়িপাল্লা প্রতীকে জামাতের প্রার্থীতা বহাল রয়েছে। এর ফলে, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর)  আসনে ১০ দলীয় প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেওয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলালের সঙ্গে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেলেও এই আসনে জোটের সিদ্ধান্ত অমান্য করে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান প্রার্থিতা প্রত্যাহার করেননি। বুধবার (২১ জানুয়ারি) দলীয় প্রতীক পেয়েছেন জামায়াত প্রার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের জামায়াত প্রার্থী আব্দুল মান্নানের গ্রামের বাড়ি রাজনগর উপজেলার দত্তগ্রামের বসতভিটা অবরুদ্ধ করে রাখেন।

ফলে তিনি বাড়ি থেকে বের হতে না পারায় মনোনয়নপত্র প্রত্যাহারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেননি। এদিকে ১০ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থীর বিপরীতে জামায়াত নেতার প্রার্থীতা বহাল থাকায় উদ্ভূত পরিস্থিতি ও জোটের ভবিষ্যৎ নিয়ে অনলাইনসহ সর্বত্র ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

আসন সমঝোতায় মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলাল বলেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজোঁ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার-৩ আসনে আমাকে ১০ দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

কিন্তু জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল মান্নান এখনও নির্বাচনী মাঠে রয়ে গেছেন। তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। অথচ জোটের সিদ্ধান্ত ছিল সবাই প্রার্থী দেবে, তবে যাকে চূড়ান্ত করা হবে বাকিরা তাকে সমর্থন জানিয়ে সরে দাঁড়াবে।

আমি জোটের প্রার্থী মনোনীত হওয়ার পর জোটের শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী লুৎফুর রহমান কামাল মনোনয়ন প্রত্যাহার করলেও জামায়াত প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে এবং প্রতীক বরাদ্দ পেয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় লিয়াঁজো কমিটিকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতের আমির প্রকৌশলী সায়েদ আলী গণমাধ্যমকর্মীদের জানান, সমর্থকরা অবরুদ্ধ করে রাখায় মৌলভীবাজার-৩ আসনে জামায়াত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে যেতে পারেননি। তাই আসনটি জোট প্রার্থী ও জামায়াত প্রার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে।

অপরদিকে মৌলভীবাজার-৩ আসনে নির্বাচনী লড়াইয়ে শক্তিশালী প্রার্থী রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান বলেই রাজনৈতিক মহলের ধারনা।


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
কমলগঞ্জে বিএনপি’র আরো ৫ নেতাকে অব্যাহতি


দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি’র আরো ৫জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত কাল সোমবার (২৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা বিএনপি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন, অব্যাহতি পাওয়া নেতারা হলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।

জানা গেছে, মৌলবীবাজার-৪ আসনে জেলা বিএনপির সাবেক সদস্য  স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহসিন মিয়া মধু ফুটবল মার্কা নিয়ে মাঠে নিবাচর্নী প্রচারনা চালাচ্ছেন। এখানে বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী মাঠে প্রচারনা চালাচ্ছেন। সম্প্রতি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী(হাজী মুজিব) কমলগঞ্জের একাধিক নেতা ধানের শীষের বিপক্ষে মাঠে কাজ করছেন এমন অভিযোগ জেলা বিএনপিতে দাখিল করেন। তাঁর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ এ ৫জনকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল ২৬ জানুয়ারী মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগেও গত ১৯ জানুয়ারী কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়কসহ ৫ নেতাকে একই অভিযোগে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT