1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অপরাধের এ ঘটনা সকল মাত্রা ছাড়িয়ে গেলো, বৃটিশ-বাংলাদেশী হ্ত্যা! - মুক্তকথা
সোমবার, ১২ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নারী মাদক ব্যবসায়ী আটক ফ্রিল্যান্সিং সেমিনার ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ তেলবাহী রেল লাইনচ্যুত, দায়ী চালকের অসাবধানতা বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলী আর নেই ভারত থেকে ৫৯জনের বাংলাদেশে প্রবেশ। জমির বিরোধে শিশুকে নির্যাতন। শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের জন্য মানববন্ধন নারী, শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ অপূর্ব স্বাদের খাঁটী মাটি পুড়িয়ে তৈরী চাকতি, স্থানীয় ভাষার “ছিকর” বিভাগীয় কমিশনারের সামগ্রী বিতরণ ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সম্মেলন ও বিচার কর্মচারী সমিতির কর্মবিরতি

অপরাধের এ ঘটনা সকল মাত্রা ছাড়িয়ে গেলো, বৃটিশ-বাংলাদেশী হ্ত্যা!

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৪ পড়া হয়েছে

রক্ষক যখন ভক্ষক হয়! মৌলভীবাজারে নবীগঞ্জ এলাকার এক ব্রিটিশ নাগরিক হত্যার অভিযোগ

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জালাল উদ্দিন নামের এক ব্যক্তিতে একটি মাদক নিরাময় কেন্দ্রে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে জেলা শহরের শ্রীমঙ্গল সড়কস্থ “উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রের” সম্মুখে নিহতের লাশ পাওয়া গেছে। নিহত জালালের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে ওই নিরাময় কেন্দ্রের সকল পরিচালনাকারী লাপাত্তা হয়েছে বলেও জানা গেছে।
নিহতের পরিবার সূত্র জানায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের তপতিবাগ এলাকার মৃত মোঃ গিয়াস উদ্দিনের পুত্র মাদকসেবি জালাল উদ্দিন ৭/৮ মাস পূর্বে দেশে আসেন। এমন ভয়াল মাদক সেবন থেকে রক্ষা পেতে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। দু’সপ্তাহ চিকিৎসা শেষে গত ২৪ ডিসেম্বর বাড়ি নিয়ে যাওয়া হয়। পরবর্তিতে আবার ওই নিরাময় কেন্দ্রে তাকে নিয়ে আসা হয় ।
নিহতের মা রুকসানা আক্তার জানান, গত ৬ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টায় মাদক নিরাময় কেন্দ্র থেকে মুঠোফোনে জানানো হয়, জালাল অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা দিতে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সিলেটের ওই হাসপাতালে গেলে অনেক খোঁজাখুঁজি করে জালালকে পাননি। পরে মৌলভীবাজার এসে উদ্দীপন মাদক নিরাময় কেন্দ্রের সামনে একটি অ্যাম্বুলেন্সের ভেতর তাঁর মৃতদেহ দেখতে পান। এ সময় নিরাময় কেন্দ্রের কাউকে তাঁরা খুঁজে পাননি বলে জানান পরিবারের সদস্যরা। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।
দুই ভাই ও তিন বোনের মধ্যে সবার বড় নিহত জালাল এর রাব্বি নামের পাঁচ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তাঁর স্ত্রী-সন্তান দেশে থাকতেন বলে জানা গেছে। পরিবারের সদস্য ও স্বজনরা জানিয়েছেন, তাঁরা এই হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ মঙ্গলবার দুপুরে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পরবতীতে স্বজনদের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। তিনি আরো জানান, ওই ঘটনার পর থেকে ওই মাদক নিরাময় কেন্দ্রের কাউকে এখনো পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT