1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অবরোধ! আওয়ামীলীগের শান্তি সমাবেশ। ইসরাইলী হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ - মুক্তকথা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

অবরোধ! আওয়ামীলীগের শান্তি সমাবেশ। ইসরাইলী হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪১৭ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে বিএনপি-জামাতের অবরোধ

প্রতিহত করতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

শ্রীমঙ্গলে বিএনপি জামাতের দেশব্যাপী ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসুচীর প্রথম দিনে অবরোধ প্রতিহত করতে রাজপথে অবস্থান নেয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী আজ(৩১অক্টোবর) শান্তি সমাবেশের ডাক দেয়।

শ্রীমঙ্গলবাসীর জানমালের ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য উপজেলা চেয়ারম্যান জনাব ভানু লাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন, সহ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, আওয়ামীলীগ সদস্য মহসিন মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শহিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী, জেলা যুবলীগ নেতা শেখ নোমান, সহসভাপতি কামরুল হাসান দোলন, সহসভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সোহেল সহসভাপতি নেপাল রায়, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মুমিনুল হোসেন সোহেল, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাবের আহমেদ, সাবেক সাধারণ আবিদ হোসেন তানভীর, সেচ্ছাসেবক লীগ সাবেক নেতা হিমেল, কৌশিক ভট্টাচার্য, মেম্বার কদর আলী, বেলাল মেম্বার, তামিম আহমেদ, ছাত্রলীগ নেতা আকাশ মিয়া, স্বপন, মোঃ আবেদ হোসেন, জাবেদ, সোহাগ, ছাত্রলীগ নেতা উজ্জ্বল দাস, ছাত্রলীগ নেতা মাহবুব আলম শিমুল, তাসলিম আহমেদ, সালাত মিয়া, সাজ্জাদ মিয়া, নাইমুর রহমান নাহিদ, প্রমুখ।

উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গলে ‘ইসরাইলী বাহিনীর হত্যাযজ্ঞ ও হামলা’র প্রতিবাদে বিক্ষোভ

 

 

স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২৭ শে অক্টোবর) জুম্মার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল করে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোড যুব সমাজ ও এলাকাবাসী।

বিক্ষোভ মিছিল শেষে শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। রুপসপুর জামে মসজিদের খতিব ও ইমাম হাফিজ মৌলানা জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মৌলানা এম এ রহিম নোমানী, আব্দুল মজিদ, রাকিবুর রহমান প্রমূখ। জুম্মার নামাজ শেষে আগত মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও মানবন্ধনে অংশগ্রহণ করেন। এছাড়াও মৌলভীবাজার রোড যুব সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী এতে অংশগ্রহণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT