তিনি আরো বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন বানচাল করার জন্য ডিসি, এসপি সহ সকল প্রশাসন যেমন করে উঠে পড়ে লাগলো, তাহলে এখন কেন সেই প্রশাসন শ্রমিকদের প্রাপ্য বকেয়া মজুরি পাইয়ে দিতে উদ্যোগ নিচ্ছে না? এটা দিনের আলোর মত পরিষ্কার যে সরকার শুধু বাগান মালিকদের স্বার্থ রক্ষা করে। এমন পরিস্থিতিতে চা শ্রমিকদের দালাল নেতৃত্বের বাইরে একটা আপোষহীন বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন গড়ে তুলে আন্দোলন বিকশিত করতে হবে।
|
চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ সভা সঞ্চালনা করেন। আলোচনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাড. মঈনুর রহমান মগনু, আবু জাফর, অ্যাড. আবুল হাসান, প্রণবজ্যোতি পাল, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কাজল রায়, লিটন মৃধা, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, অর্থ সম্পাদক প্রেম কুমার পাল, সদস্য দীপচান তেলী, রতন গড়াইত, কেশব তাঁতি, ভরতলাল, গৌড় সবুজ গৌড়, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ।
|