1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অসহায় ও পথ শিশুদের মধ্যে খাবার, বিশ্ব বন দিবস পালন - মুক্তকথা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

অসহায় ও পথ শিশুদের মধ্যে খাবার, বিশ্ব বন দিবস পালন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥
  • প্রকাশকাল : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৭৬৭ পড়া হয়েছে

বিশ্ব বন দিবস পালন

মুক্তকথা সংবাদকক্ষ॥ “বন পুনরুদ্ধার উত্তরণ ও কল্যাণের পথ” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস। এ উপলক্ষ্যে রোববার সকালে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাপুর ইউনিয়নের চাউতলি বনবিটে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাউতলি বন বিট কর্মকর্তা জয়নাল আবেদিন, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, বন প্রহরী শফিকুল ইসলাম, রাজদীপ দেব দীপ ও সিপিজি সদস্যরা।
জানাযায়, ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন ২১ মার্চকে বন দিবস হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে বন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে যাচ্ছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শতাধিক অসহায় ও পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাব এর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শতাধিক অসহায় ও পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে এ খাবার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুল আনাম, সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক আকরাম খান, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাউছার ইকবাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল,সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটনসহ ক্লাবের সদস্যরা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ও গণমাধ্যমকর্মীরা। এর আগে শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT