1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
উদীচী'র জেলা সংসদের ষোড়শ সম্মেলন - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

উদীচী’র জেলা সংসদের ষোড়শ সম্মেলন

সংবাদ বিজ্ঞপ্তি
  • প্রকাশকাল : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩৯৪ পড়া হয়েছে

মৌলভীবাজার উদীচী’র নতুন সভাপতি ডাডলী ও সাধারণ সম্পাদক রামেন্দ্র

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের ষোড়শ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ডাডলী ডরিকপ্রেন্টিস সভাপতি ও রামেন্দ্র দাস-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।

গত শুক্রবার(২১মে) সকালে শহরের পৌর জনমিলন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন উত্তরণ খেলাঘর আসর মৌলভীবাজারের সাবেক সভাপতি কাওসার পারভীন। পরে শহরে শোভাযাত্রা বের হয়। বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক রামেন্দ্র দাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মকবুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মিতা রায়সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

রাতে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে জেলা শহর ছাড়াও উপজেলাসহ সংগঠনের আটটি শাখা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ গ্রহণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT