1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কমলগঞ্জের দিনলিপি... - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

কমলগঞ্জের দিনলিপি…

কমলগঞ্জ প্রতিবেদক
  • প্রকাশকাল : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫৯ পড়া হয়েছে

টানা তিন দিন ধরে কর্মবিরতিতে
এনটিসির চা বাগান শ্রমিকরা

 

ছয় সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে টানা তিন দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি করেছেন রাষ্ট্রমালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা শ্রমিকরা। গত সোমবার থেকে সারাদেশের এনটিসির ফাঁড়ি বাগানসহ ১৬টি চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি করেছেন। আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, তাদের প্রাপ্য মজুরী না পেলে কাজে যোগদান করবেন না।

এদিকে বুধবার সকাল ১০টায় কর্মবিরতির ৩য় দিনে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের চা শ্রমিকরা কর্মবিরতি পালন করে “অনাহারে অর্ধাহারে সন্তানদের নিয়ে আর কতদিন, আমাদের ন্যায্য বকিয়া মজুরি বুঝিয়ে দিন” এই শ্লোগান নিয়ে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগান কারখানার প্রধান ফটকের সম্মুখে মানববন্ধন কর্মসুচি পালন ও বিক্ষোভ করে। এসময় বক্তব্য দেন মাধবপুর চা বাগানের পঞ্চায়েত প্রধান বাবুল আহমেদ, পঞ্চায়েত সদস্য কান্তিলাল, বলরাম চাষা, সুমন, শ্রমিক সর্দার বিপ্লব নুনিয়া, নির্মল দাস, নারী নেত্রী সোনামনি রাজবংশী, ঝুমকি গড়, রেখা দাস, কুমারী নুনিয়া, ললিতা রাজভর প্রমুখ।

মাধবপুর চা বাগানের নারী শ্রমিক মালতি বলেন, আমরা তিন দিন ধরে আন্দোলন করছি। আমাদের ঘরে খাবার নেই। কারো হাতে টাকা নেই। এভাবে আর কয় দিন চলবো। বাড়িতে ছেলেমেয়েরা না খেয়ে আছে। আমরা সরকারের কাছে দাবী জানাই আমাদের মজুরী যেন দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী বলেন, আমাদের শ্রমিকরা আজ তিন দিন ধরে টানা আন্দোলন সংগ্রাম করে আসছেন। কিন্তু মালিকপক্ষ মজুরী পরিশোধ করছে না। এভাবে চলতে থাকলে আমরা কঠোর আন্দোলনে যাবো।


 

জমি সংক্রান্ত বিরোধের পূর্ব কারণে
কমলগঞ্জে প্রতিপক্ষের হাঁস-মোরগ খামারের বিরুদ্ধে অভিযোগ

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের শেষ ধরে পরিবেশ দুষণের ফলে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার অভিযোগ তুলে প্রতিপক্ষের মুরগের ডিম উৎপাদনকারী খামার বন্ধ করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। পার্শ্ববর্তী দু’টি শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকায় পোল্ট্রি খামারের দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ দিলেও শিক্ষক, জনপ্রতিনিধি ও গ্রামবাসী তা অস্বীকার করেছেন। কমলগঞ্জ উপজেলার চিতলীয়া গ্রামের মালিক মিয়ার পোল্ট্রি খামারের বিরুদ্ধে সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয় বরাবরে লিখিত অভিযোগ করেন গ্রামের মো. জামসেদ বখস।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মালিক মিয়া বিগত এক বছর যাবত নিজ বাড়িতে ডিম উৎপাদনকারী একটি পোল্ট্রি খামার গড়ে তুলেন। নিজের বাড়ির ভেতরে সীমানা দেয়ালের ভেতরে খামার স্থাপন করে উৎপাদিত ডিমে এলাকার চাহিদা পুরন করে চলেছে। দীর্ঘ সময় ধরে খামার থেকে ডিম উৎপাদন হলেও আশপাশে কোথাও কোনো দুর্গন্ধ পাওয়া যায়নি। তবে জমি সংক্রান্ত বিরোধের কারণে গ্রামের কাদির বখস এর ছেলে জামসেদ বখস পোল্ট্রি খামারে দুর্গন্ধের অভিযোগ তুলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

জামসেদ বখস বলেন, দিনের চেয়ে রাতে দুর্গন্ধ বেশি ছড়ায়। তাছাড়া দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থানীয় বাসিন্দারা খামারের দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছেন। যে কারনে আমি লিখিত অভিযোগ দিয়েছি এখান থেকে খামার অন্যত্র সরানোর জন্য।

তবে চিতলীয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সিংহ, হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রোশমত আলী বলেন, মালিক মিয়ার ডিম উৎপাদনকারী পোল্ট্রি খামার থেকে আমরা এখনো কোনো দুর্গন্ধ পাইনি। এরকম দুর্গন্ধ পাওয়া গেলে আমরা নিজেরাই অভিযোগ দেবো।

আলীনগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন ও জসিম উদ্দীন বলেন, এই খামার থেকে কোনো দুর্গন্ধ ছড়াচ্ছে না। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সরেজমিনে অবস্থান করেও কোন দুর্গন্ধ পাইনি। তবে তাদের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মনেহয় এধরণের অভিযোগ উঠেছে।

আব্দুল মালিক ও তার ভাই আব্দুর রফিক বলেন, এক বছরের মতো খামার স্থাপন করে ডিম উৎপাদন হচ্ছে। এই ডিম এলাকার চাহিদা পুরন করে চলেছে। এখানে কোন দুর্গন্ধ ছড়ানোর প্রশ্নই উঠে না। পৃথক স্থানে বাড়ির ভেতরে বাউন্ডারী পাকা দেয়ালের মধ্যে নিরিবিলি পরিবেশে খামার স্থাপন করা হয়েছে। তবে জমির বিরোধকে কেন্দ্র করে জামসেদ বখস দুর্গন্ধ ছড়ানোর মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের এই খামারটি বন্ধ করানোর অপচেষ্টায় লিপ্ত আছেন।

এব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, এধরণের অভিযোগ পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে দিয়ে তদন্ত করেছি। কোনো দুর্গন্ধ পাওয়া যায়নি। হয়তো তাদের পূর্বের কোন রেশারেশি থাকতে পারে।


 

কমলগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে সুমন আহমেদ নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। রোববার(২০ অক্টোবর) দুপুর ১টার দিকে মৌলভীবাজার জেলা সদরে অভিযান চালিয়ে আসামি সুমন আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন আহমেদ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সুমন আহমেদ দীর্ঘদিন থেকে পতালক ছিল। কমলগঞ্জ থানার এসআই জিয়াউল ইসলাম এর নেতৃত্বে জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত ৫ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মৌলভীবাজার জেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি শিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে থানার জেল হাজতে আছে। সোমবার (২১ অক্টোবর) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT