1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কল্যাণের পথে হাটা দিয়ে যার শুরু- 'সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

কল্যাণের পথে হাটা দিয়ে যার শুরু- ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’

আনসার আহমদ উল্লাহ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১২ পড়া হয়েছে

 

প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নে সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’

গৌরবের এক নতুন মাত্রা

আনসার আহমদ উল্লাহ

 

ব্রিটিশ শাসনামলের শ্রীহট্ট/সিলেট জেলার নবীগঞ্জ থানার ৩৯নম্বর সার্কেলের সরপঞ্চ ও খ্যাতিমান ব্যক্তিত্ব শ্রীমান সনাতন দাস (১৮৫৫–১৯৩৮) এবং তাঁর সহোদর সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস (১৮৬০–১৯৪৩) -এঁর জীবন ও কর্মকে স্মরণীয় করে রাখতে ২০২৪ সালের ১০ অক্টোবর ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হয়। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ গৌরবের এক নতুন মাত্রা যোগ হয়েছে। প্রতিষ্ঠার শুরুতেই তারা মনোযোগী হন এলাকার শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার। সেবার এ পথ ধরেই তারা চিহ্নিত করেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়কে। আর তাই শুরু হয় নবীগঞ্জের মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কাজ।

দু’হাজার চব্বিশের ১ ডিসেম্বর(০১.১২.২০২৪ খ্রি.) তারিখকে সূচনা হিসেবে ধরে নিয়ে সেবা কাজের শুরু হয় সাধারণ জ্ঞান প্রতিযোগীতা আয়োজনের মধ্য দিয়ে।

‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলার মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক সাধারণ জ্ঞান প্রতিযোগীতা মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস রাজুর তত্ত্বাবধানে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন- প্রধান শিক্ষক সুবিনয় দাশ, শিক্ষক আভা রাণী দাশ ও শিক্ষক রাশেদা বেগম। সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় মোট ৭১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

 

 

সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা (২০.১২.২০২৪ খ্রি.): ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। বিশিষ্ট সমাজসেবক রাসমোহন দাশের সভাপতিত্বে ও গ্রন্থাগার-এর পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় সভার শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এঁর স্মরণে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ, বীর মুক্তিযোদ্ধা ছায়ানন্দ দাশ, তরুন সমাজকর্মী ও পল্লী চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ, পল্লী চিকিৎসক রিন্টু দাশ, প্রদীপ বিশ্বাস, প্রফুল্ল দাশ, কাজল দাশ, সজীব দাশ, প্রান্ত দাশ, জিৎ দাশ প্রমুখ। উল্লেখ যে, তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণির ৭১ জন শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতি ক্লাস থেকে সর্বোচ্চ মার্ক পাওয়া ৫জন কে নির্বাচিত করে মোট ১৫জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।

 

বেটমিন্টন টুর্নামেন্ট আয়োজন (০১.০১.২০২৫ খ্রি.):
‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে ১২ টিমের নকআউট বেটমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হয়। ১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এঁর স্মরণে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে- টাইগার, কাশফুল, বলফুল, রয়েল, লায়ন, সিঙ্গার, মুক্তাহার, স্টার, লিজেন্ড, জোকার, হাঙ্গর, চন্দ্রদীপ নামক ১২ টিমের খেলোয়াড় বৃন্দ।

বেটমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান (০৬.০১.২০২৫ খ্রি.):

‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে ১২ টিমের নকআউট বেটমিন্টন টুর্নামেন্টে বিজয়ী দলের মধ্যে পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। বিশিষ্ট মুরুব্বি কবীন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে সভার শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এঁর স্মরণে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পল্লী চিকিৎসক রিন্টু দাশ, ক্ষেত্র মোহন দাশ, গোপেন্দ্র চন্দ্র দাশ, কৃপেশ দাশ, নান্টু দাশ, সত্যেন্দ্র দাশ, হিতেন দাশ, পার্থ সারথী দাশ প্রমুখ। উল্লেখ যে, টুর্নামেন্টে ১ম স্থান অধিকার করে ‘লিজেন্ট’ টিম, ২য় স্থান অধিকার করে ‘টাইগার’ টিম ও ৩য় স্থান অধিকার করে ‘সিঙ্গার’ টিম। প্রধান অতিথি অনুষ্ঠান শেষ বিজয়ী টিমের খেলোয়াড়দের হাতে টপি তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT