1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কারা এই দূর্বৃত্তের দল! - মুক্তকথা
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

কারা এই দূর্বৃত্তের দল!

আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ পড়া হয়েছে

এমনটি কি করে সম্ভব!
চা শ্রমিকদের ১ কোটি টাকা নিয়ে উধাও

‘নিশান সোসাইটি’ নামের এক এনজিও সংস্থা


মৌলভীবাজারের রাজনগরে ‘নিশান সোসাইটি’ নামের এক এনজিও সংস্থার মাঠ কর্মীরা উপজেলার উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের ৩৫ চা শ্রমিকদের প্রায় এক কোটি টাকা নিয়েও উধাও হয়েছে।

টাকা উদ্ধার করতে বাগানের প্রায় ২ হাজার চা শ্রমিক কাজে না গিয়ে শুক্রবার সকাল থেকে বাগান ফ্যাক্টরির সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচি পালন করেন।

এসময় নিশান সোসাইটির মাঠ কর্মী উত্তরভাগ চা বাগান পঞ্চায়েতের সাবেক কোষাধ্যক্ষ দিপক কৈরি ও স্থানীয় মুন্সিবাজারের সোসাইটি অফিসার গবিন্দ্র কৈরি ধরে দ্রুত আইনের আওতায় এনে টাকা উদ্ধারের দাবী জানানো হয়।

চা শ্রমিক নেতা রুজিত আলী মানববন্ধনে আক্ষেপ করে বলেন, তার ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে ‘নিশান’ হঠাৎ করে উধাও হয়ে গেল।

তার মত চা শ্রমিক চন্দ্রজিৎ পাশি, লক্ষি কর্মকার, দুগামা নাইডু, রাম কুমারসহ মোট ৩৫ জন শ্রমিকদের গরু ছাগল বিক্রি করা দেড় দুই লাখ করে প্রায় ১ কোটি টাকা নিয়ে স্থানীয় মুন্সিবাজার কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে গেছেন তারা। মানববন্ধনে সোসাইটির সাথে স্টাম্পিং করা চুক্তিনামা হাতে নিয়ে আজোরে কাঁন্নায় ভেঙ্গে পড়ছেন চা শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য দেন চা শ্রমিক নেতা চন্দ্রজিত পাশি, অধিক লাল পাশি, রুজিত আলী, মিনা বেগম, প্রফুল্ল গরহিত, সুমন গড়হিত, দুগামা নাইডু, লক্ষী কর্মকার সহ অনেকে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT