1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জাতীয় শোক দিবস পালন, কমলগঞ্জে মৎস্য সপ্তাহ, টিফিনবাক্স বিতরণ ও বন্যাত্রাণ - মুক্তকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

জাতীয় শোক দিবস পালন, কমলগঞ্জে মৎস্য সপ্তাহ, টিফিনবাক্স বিতরণ ও বন্যাত্রাণ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ২৭৪ পড়া হয়েছে

জাতীয় শোক দিবস

মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজারে জেলা যুবলীগ মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম প্রয়ানবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে। শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মৌলভীবাজারে এ উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচি গ্রহন করা হয়। জেলা যুবলীগে’র আয়োজনে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে আগস্টের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ।
এ সময় জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে শপথ পাঠ করিয়েছেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সুয়েবসহ জেলা আওয়ামীলীগ ও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করাহয়। এসময় বঙ্গবন্ধুর খুনীদের বিদেশ থেকে ফেরত এনে রায়কার্যকর করার দাবী তুলেন বক্তারা।

কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি।। ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ ও সুচনা প্রকল্পের সহযোগিতায় বৃহস্পতিবার, ১৮ই জুলাই সকাল সাড়ে ১১টায় শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাববের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, হীড বাংলাদেশের প্রজেক্ট কর্মকর্তা অরুন সিংহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদ উল্লাহ্।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সূচনা প্রকল্পের মৎস কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিকসহ উপজেলার মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তিনজন সফল মৎস চাষীকে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত বরা হয়।

কমলগঞ্জের শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের অর্থায়নে টিফিন বক্স বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বুধবার ১৭ই জুলাই দুপুরে শমশেরনগর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট এর বিভাগীয় উপ-পরিচালক এ কে এম সাফায়েত আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান ও এসএমসি সভাপতি মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. সালাউদ্দিন প্রমুখ। সবশেষে টিচার্স কালচারাল ক্লাব, কমলগঞ্জ এর আহবায়ক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

কমলগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাউল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে পৌর এলাকার রামপাশা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। প্রধান অথিতির বক্তব্যে পৌর মেয়র মো. জুয়েল আহমদ বলেন, ‘পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডের যেসকল স্থানে বাঁধ ভেঙ্গেছে সেসকল স্থানে দ্রুত পূণ:নির্মান কাজ শুরু করা হবে।’
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, রফিকুল ইসলাম রুহেল, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ^জিৎ রায়, সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT