জুড়ী থেকে আব্দুর রহমান শাহীন।। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বাতিল করা হয়েছে। জানা যায়, বুধবার ১৩ ডিসেম্বর, ফুলতলার বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আওয়ামীলীগের বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়াজ আলীকে বহিষ্কার করা হয়। পরবর্তিতে ডাঃ কাঞ্চন চক্রবর্তীকে আহবায়ক, প্রফেসর সুহেল আহমদ ও তাজুল ইসলামকে যুগ্ম আহবায়ক মনোনীত করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল প্রমুখ। দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ওই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, ফয়াজ আলীর অনুসারী ফুলতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে গত ৬ ডিসেম্বর বহিষ্কার করা হয় এবং জাহেদ আহমদকে আহবায়ক, আব্দুল বাছিত ছায়াদ ও সানি পান্ডেকে যুগ্ম আহবায়ক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয় আহবায়ক কমিটিকে। জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ আহবায়ক কমিটি গঠনের খবরের সত্যতা নিশ্চিত করেন।