1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দরজা খুলেই দেখি ছেলেটা মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে - মুক্তকথা
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রিল্যান্সিং সেমিনার ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ তেলবাহী রেল লাইনচ্যুত, দায়ী চালকের অসাবধানতা বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলী আর নেই ভারত থেকে ৫৯জনের বাংলাদেশে প্রবেশ। জমির বিরোধে শিশুকে নির্যাতন। শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের জন্য মানববন্ধন নারী, শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ অপূর্ব স্বাদের খাঁটী মাটি পুড়িয়ে তৈরী চাকতি, স্থানীয় ভাষার “ছিকর” বিভাগীয় কমিশনারের সামগ্রী বিতরণ ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সম্মেলন ও বিচার কর্মচারী সমিতির কর্মবিরতি বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক “সামিতসোম”

দরজা খুলেই দেখি ছেলেটা মেয়েটাকে ছিঁড়ে খাচ্ছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ৩৬৩ পড়া হয়েছে
সেরিস

লন্ডন: শনিবার ৪ঠা চৈত্র ১৪২৩।। দরজা খুলেই দেখি মেয়েটির মুখের একটি অংশ কি দিয়ে ছিঁড়ে ছিন্নভিন্ন করে ফেলেছে। প্রাণের ভয়ে আর যন্ত্রণায় চিৎকার করছিল মেয়েটি। আর এই চিৎকার শুনেই হোটেলের মালিক বোর্ডারের ঘরে ঢুকে এক পৈশাচিক বীভৎস দৃশ্যের সাক্ষী হয়ে রইলেন। সেই অবস্থায়ই মেয়েটির মুখের মাংস ছিঁড়ে খাচ্ছে ওই বোর্ডার। দ্রুত পুলিশকে ফোন করেও বাঁচানো যায়নি মেয়েটিকে। যদিও পুলিশ গ্রেফতার করেছে বোর্ডারকে। ইংলেন্ডের সাউথ ওয়েলসের সিরহুই আর্মস হোটেলে এই পৈশাচিক ঘটনা ঘটেছে।
হোটেলের মালিক ৫০ বছরের প্রৌঢ়া মেন্ডি মাইলস জানান, নীচ থেকেই মেয়েটির চিৎকার শুনতে পাই। উপরের ৭নং রুম থেকেই এই করুণ আর্তনাদ শুনতে পাচ্ছিলাম- “আমায় মেরো না, আমায় মেরো না।” দরজা সামন্য খুলতেই গা শিউরে উঠে। বোর্ডার উইলিয়াম একটি স্ক্রু ড্রাইভার দিয়ে মেয়েটির এক গাল ক্ষতবিক্ষত করে ফেলেছে। আর সেখান থেকেই মাংস তুলে খাচ্ছে। কি বিভৎস সে দৃশ্য। আমি সাথে সাথে নীচে নেমে পুলিশে ফোন করি। তবে পুলিশ আসার আগেই মেয়েটিকে খুন করে মেথিউ উইলিয়ামস।
নিহত তরুণী সেরিস ইয়েম একজন ওয়েট্রেস। হোটেলের পাশেই একটি রেস্তোরাঁয় কাজ করতেন। উইলিয়ামসের সাথে ওখানেই তার পরিচয় হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেই তাদের পরিচয় হয়। কাজ শেষ হবার পর উইলিয়ামসই তার সাথে কথা বলতে চায়। সেই মতে পাশের হোটেলে ডেকে নেয় তরুণীকে আর সেখানেই খুন হন সেরিস।
পুলিশ জানায়, মেথিউ দীর্ঘদিনের নেশা আসক্ত। নেশার টাকা জোগাড় করতে না পারলেই ‘পেরানয়েড স্কিত্জোটফ্রেনিয়ায় আক্রান্ত হয়। এর আগে অপরাধমূলক কাজে গ্রেফতার হয়েছে। (টপবাজ এনজেড হেরাল্ড থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT