দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর আবারও চার জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর নদীবন্দরে দেড়শ বছরের পুরানো ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’ শুরু হয়েছে।
প্রতি বছর ১৪ জানুয়ারি পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় এই মেলার। কোভিড ও ওমিক্রন সংক্রমণ ঝুঁকির কারণে মৌলভীবাজার জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় গেল দু’বছর এই মেলাটি অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে বৃহস্পতিবার(১২ জানুয়ারি) থেকে বসেছে ঐতিহ্যবাহী এই মেলা। তবে মূল মেলার সময়সীমা থাকে ১দিন অর্থাৎ ১৪ জানুয়ারি।
মাছের মেলা এলাকা ঘুরে দেখা গেছে, এরইমধ্যে মৎস ব্যবসায়ীরা মাছ নিয়ে এসেছেন। মজুত করে রাখা হয়েছে ছোট-বড় নানা জাতের মাছ। আছে বাঘাইড়, বোয়াল, আইড়, চিতল, কাতলা, রুই ইত্যাদি।
মেলাকে কেন্দ্র করে মৎসব্যবসায়ীরা প্রস্তুত করছেন বড় বড় দোকান। নানা ধরনের গৃহস্থালি ও বিভিন্ন ধরনের আসবাব, সৌখিন জিনিসপত্র, শিশুদের খেলনার পুতুল, টাট্টু ঘোড়া নিয়েও বসেছেন অসংখ্য দোকানি।
|