1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দুর্গোৎসবে গুণীজন সংবর্ধনা ও একজন প্রবাসীর বস্ত্র দান - মুক্তকথা
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

দুর্গোৎসবে গুণীজন সংবর্ধনা ও একজন প্রবাসীর বস্ত্র দান

কমলগঞ্জ সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও উপহার প্রদান


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সার্বজনীন পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমী তিথিতে সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

লক্ষীপুর পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, ইউপি সদস্য এম, এ, মোহিত, আলাল মিয়া, উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথ, ডা: পরেশ চন্দ্র দেবনাথ। অনষ্ঠানে শুরুতে গীতা পাঠ করেন পরিমল দেবনাথ।
অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয় এবং সংবর্ধিত ১১ জন গুণী ব্যক্তিকে ক্রেস্ট, উত্তরীয় ও উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ ধরণের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় উদ্যোগে। লক্ষ্মীপুর সার্বজনীন পূজা মন্ডপ এ ধরনের অনুষ্ঠান করায় অন্য মন্ডপের জন্য অনুকরণীয়। তিনি লক্ষীপুর সার্বজনীন পূজামন্ডপের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আর্থিক অনুদানের ঘোষনা দেন।
অনুষ্ঠানে এসময় মন্ডপের ভক্তবৃন্দসহ এলাকায় গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী লিটনের বস্ত্র দান


সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশতাধিক লোকের মধ্যে বস্ত্র (শাড়ি ও ধুতি) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর সার্বজনীন পূজামন্ডপে এসব বস্ত্র বিতরণ করা হয়।

লক্ষীপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক পিন্টু দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি সদস্য মো: আলাল মিয়া, উপদেষ্টা প্রমোদ রঞ্জন দেবনাথ, ডা: পরেশ চন্দ্র দেবনাথ, প্রবাসী নারায়ণ দেবনাথ প্রমুখ।

এর আগে গত সোমবার দুপুরে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশতাধিক লোকের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় অর্ধশতাধিক লোকের মধ্যে বস্ত্র প্রদান করায় প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল লিটন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT