প্রয়াত মোঃ নুরুল ইসলাম। শ্রীমঙ্গল উপজেলার নয়ানশ্রী গ্রামের মানুষ। পেশায় ছিলেন স্কুল মাষ্টার। বাবা মৃত তাজুল ইসলামও ছিলেন স্কুল মাষ্টার। শিক্ষক নুরুল ইসলামের কর্মজীবন শুরু স্থানীয় ভৈরব বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে। তারপর প্রধান শিক্ষক হন শ্রীমঙ্গল রামচন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ২০০৪ সালে ভৈরব বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগ দান করেন। ছিলেন সাবেক বাংলাদশ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। সাবেক শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা সমিতির সভাপতি। “গ্রীণ কালা পুর ট্রাস্ট” এর সহ সভাপতি। তাজুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক। ভৈরব বাজার ইনসাফ সমাজ কল্যাণ সংস্থা ও কালাপুর সুন্নি সংঘটনের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করে গেছেন শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত। নুরুল ইসলামের বাবা ভৈরব বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। নুরুল ইসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৫ সালে। তিনি ছিলেন সমাজের জন্য নিবেদিতপ্রাণ। তিনি ছিলেন কালাপুর ইউনিয়নের তথা এই অঞ্চলের গণ মানুষের হৃদয়ের স্পন্দন; ছিলেন সত্যিকারের মানুষ গড়ার কারিগর। নুরুল ইসলাম তার কর্মের মাঝেই মানুষের মধ্যে বেঁচে থাকবেন চিরকাল। |