মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রবীণ নাগরীকদের চক্ষু চিকিৎসা তাবু(সিনিয়র সিটিজেন আই ক্যাম্প) ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ বহুমুখীসেবা মিলনায়তনে অনুষ্ঠিত চক্ষুচিকিৎসা তাবুর উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
প্রবীণ হিতৈষী সংঘ শ্রীমঙ্গলের আয়োজনে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল উপজেলা শাখা, শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি ও ‘কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন শ্রীমঙ্গলে’র সহযোগীতায় এবং বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার এর চিকিৎসা সেবা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হরিপদ রায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বি.এন,এস. বি সদস্য অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সাবেক সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, জেলা সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।
আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক) শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক আলহাজ মো: আব্দুর রউফ তালুকদার, সাবেক ব্যাংকার মো: খোরশেদ আনোয়ার, প্রফেসর লোকেশ চন্দ্র দেব, দুপ্রকের সাবেক সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, শিক্ষক রহিমা বেগম, মহিলা কাউন্সিলর শারমিন জাহান বিএনএসবি’র ডাঃ চন্দ্র সরকার কর, ডাঃ আব্দুল মান্নান, ডাঃ আবদুল বাতেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কাওছার ইকবাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ, দৈনিক দেশ বাংলা পত্রিকার সিলেট বিভাগের প্রধান ইসমাইল মাহমুদ ও সাংবাদিক মামুন আহমেদসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
চক্ষু চিবিৎসা তাবুতে ৫শ’ রোগীকে নিখরচায় চক্ষু চিকিৎসা দেয়া হয়। এছাড়াও শতাধিক নির্বাচিত জরুরী রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের প্রয়োজনে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়।