লন্ডন: রোববার, ১৬ই পৌষ ১৪২৩।। এই গেল ২০১৬ সালের শেষের দিকে সৌদি সরকার তার দেশের এবং কতিপয় বিদেশী মিলিয়ে ১৫০জনের শিরোচ্ছেদ করবে, মানবাধিকার সংস্থার একটি গবেষণার বরাত দিয়ে এরূপ একটি খবর দিয়েছিল ‘অনলাইন ইন্ডিপেন্ডেন্ট’ গত ১৯শে ডিসেম্বর।
সৌদি সরকার অধিকহারে শিরোচ্ছেদ করছে, জাতিসংঘের এমনতরো গবেষণা অনুসন্ধান ও তার সমালোচনার বিরুদ্ধে সোদি প্রতিনিধি দল তা প্রত্যাখ্যান করে ও এর বিরুদ্ধে মিছিল করে। গেটি ইমেজ
প্রায় ৪৭জনের বিচার করা হয়েছে রাজ্যের “বিশেষ অপরাধ আদালত”এ যাদের বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংস্থা রাজনৈতিক বিরুধীদের দমন করার লক্ষ্যে বলেছে এবং স্থগিত রাখার দাবী জানিয়েছে। ওই সংস্থা আরও দাবী করেছে বিচারের সৌদি আদালত সাধারণ আইনী পদ্বতি অনুসরণ করেনি যেমন শুনানীর সময় আদলতে কোন উকিল ছিলেন না আর বন্দীদের নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি লওয়া হয়। (ইন্ডিপেন্ডেন্ট থেকে)