বিমানের ম্যানচেষ্টার টু সিলেট ঢাকা ফ্লাইট বন্ধে
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা।
বিমান বয়কট ও রেমিটেন্স বন্ধের হুমকি
বৃটেনের ম্যানচেস্টার টু সিলেট ঢাকা সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে এ ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র দক্ষিণ ওয়েলস অঞ্চলের এর পক্ষ থেকে গত ৪ জানুয়ারি রোববার রাত ১১ ঘটিকায় বৃটেনের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক আগামী ১ লা ফেব্রুয়ারী ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিমানের ম্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট সাময়িক বন্ধ রাখার যে নির্দেশনা দেয়া হয়েছে তার ফলে প্রবাসীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
![]() |
সভায় বক্তারা বলেন, বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজের সল্পতা ,আসন্ন হজ্ব কার্যক্রম পরিচালনা ও বিমানের রক্ষনাবেক্ষনে অযুহাত দেখিয়ে তাহা বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা আত্মঘাতী বলে আমরা মনে করি। বক্তাগন, এধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বর্তমান সরকার ও বিমান কর্তৃপক্ষকে আহবান জানান। অন্যথায় সকল প্রবাসীদেরকে সাথে নিয়ে বিমান বয়কট ও রেমিট্যান্স শাটডাউনের মত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে সভায় উপস্থিত সবাই অভিমত ব্যক্ত করেছেন। হজ্ব কার্যক্রম পরিচালনা করতে হলে সরকার বিমান ভাড়া করে হজ্ব কার্যক্রম পরিচালনা করতে পারে। বর্তমান সরকার, এক কুচক্রী মহলের ফাঁদে পড়ে লাভজনক এই রুটে দুষ্কৃতকারীদের ফাঁদে পা দিয়েছে।
তাঁরা এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে এই ফ্লাইট চালুর যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এছাড়াও সভায় সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত করা ও অন্যান্য এয়ারলাইনস এর ফ্লাইট চালুর জোর দাবি জানিয়েছেন।
সংগঠনের আঞ্চলিক আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন শহর থেকে আগত কেন্দ্রীয় ও রিজিওনাল অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।