মুক্তকথা সংবাদকক্ষ, মৌলবীবাজার।। অনেক চেষ্টা করেও মৌটুসী পাখিটিকে বাঁচানো গেল না। জানাযায় যে, গত ৪ঠা জানুয়ারী কমলগঞ্জের মুন্সিবাজার এলাকায় আহত অবস্হায় জনৈক প্রকৃতি প্রেমিক তানিয়া খাঁন পাখিটিকে উদ্ধার করে কালেঙ্গা প্রাণী পরিচর্যা কেন্দ্রে নিয়ে যান। পরিচর্যা কেন্দ্রে গভীর পরিচর্যায় থাকাবস্হায় পাখিটি গত শুক্রবার রাতে মারা যায়। এ ব্যাপারে তানিয়া রহমান জানান যে ঐ দিন পাখিটি বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছিল। ধারণা করা হচ্ছে যে ঠান্ডাজনিত কারনে পাখিটি মারা গেছে।
মৌটুসি প্রানে বাঁচেনি ঠিকই। কিন্তু আমাদের জন্য রেখে গেছে অনেক জিজ্ঞাসা, অনেক নাজানাকে জেনে নেয়ার এক আকুল আবেগী তাগিদ। মৌটুসির প্রয়ান আর তানিয়ার প্রকৃতিপ্রেম আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা জীবের সেরা বিশ্বপালক মানুষ। এ বিশ্বের জীবজগৎ শুধু নয় গোটা বিশ্বটাকে সুন্দর নির্বিঘ্ন-নিরাপদ সাজিয়ে রাখার দায়ীত্ব জীবজগতের সেরা আমরা এই মানুষের।