1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

বিলেতে বাঙ্গালী…

বিশেষ সংবাদদাতা, লণ্ডন॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩ পড়া হয়েছে

ইতিহাস ভুলে যেও না এ স্বাধীনতা অনেক রক্তে কেনা

তোমাদের দায়িত্ব হলো এ সত্যকে সযত্নেবহন করা

-কিংবদন্তি চলচিত্র নির্মাতা গৌতম ঘো


“তোমাদের ইতিহাস জানো। ভুলে যেও না, এ স্বাধীনতা অনেক রক্তে কেনা। তোমাদের দায়িত্ব হলো সে সত্যকে সযত্নে বহন করা কথায়, লেখায়, চলচ্চিত্রে বা হৃদয়ে।” ১২ মে ২০২৫  সোমবার সকালে পূর্বলন্ডনের বার্কিং এন্ড  ডেগেনহ্যামটাউন হলের মেয়রস পার্লারে ব্রিটিশ বাংলাদেশী মেয়র মইন কাদরি আয়োজিত এক বিশেষ কফি সকালে ব্রিটিশ-বাংলাদেশিদের উদ্দেশ্যে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ এসব কথা বলেন।  কিংবদন্তির এ চলচিত্র নির্মাতা গৌতম ঘোষ  ও তাঁর স্ত্রীকে স্বাগত জানাতে মেয়র পার্লারে উপস্থিত হন  ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা।  পুরো অনুষ্ঠানটি  উপস্থাপন করেন সৌধ(Soudh) সংগঠনের পরিচালক মি. ফয়সাল।

গৌতম ঘোষ স্মৃতিচারন করছিলেন। তিনি গভীর আবেগে স্মরণ করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তাঁর অভিজ্ঞতা এবং কীভাবে তাঁর শিল্প ও কর্ম এই ঐতিহাসিক সংগ্রামের পাশে দাঁড়িয়েছিল। তিনি বলেন, “যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন আমি কাছ থেকে দেখেছি লক্ষ লক্ষ শরণার্থী কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছে। আমি তখন ক্যামেরা হাতে সেই কষ্ট, সেই বেদনাকে ধারণ করতে চেয়েছি। আমি ডকুমেন্টারি করেছি, সাহায্য করেছি বিভিন্ন ত্রাণশিবিরে। যুদ্ধ শুধু বন্দুকের নয়, মানুষের মর্যাদা বাঁচানোর লড়াই—সে কথাই আমি বারবার আমার ছবির মাধ্যমে বলতে চেয়েছি।”

তিনি বলেন  কীভাবে তাঁর চলচ্চিত্র পদ্মা নদীর মাঝি, শঙ্খচিল, এমনকি কিছু তথ্যচিত্রের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতা, যুদ্ধকালীনমানবিক বিপর্যয় এবং পরবর্তী পুনর্গঠনের চিত্র বারবার ফিরে এসেছে। উপস্থিত সকলে তখন নীরব হয়ে যান—হলের মধ্যে যেন একসময়চক্র খুলে যায়। একজন মুক্তিযুদ্ধ দেখেছেন, অনুভব করেছেন এবং পরে সেসব অভিজ্ঞতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন তাঁরক্যামেরা ও কলমের মাধ্যমে।

গৌতম ঘোষ  আরো  বলেন, “আমি দেখেছি মা তাঁর সন্তানকে হারিয়ে উন্মাদ হয়ে যাচ্ছেন, দেখেছি বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়ছে। সেইকষ্ট, সেই ত্যাগ আমাকে আমৃত্যু তাড়া করে। আর সে কারণেই, আমি কেবল গল্প বলি না, আমি সাক্ষ্য রাখি।” কফি পর্ব  শেষে কাউন্সিলচেম্বার হলে, প্রশ্নোত্তর পর্বে তরুণ প্রজন্মের অনেকেই  কিংবদন্তি নির্মাতার  কাছে জানতে চায়—তিনি কীভাবে এ ইতিহাসকে শিল্পে রূপদিয়েছেন এবং তাঁর বার্তা নতুন প্রজন্মের জন্য কী। তিনি জবাবে বলেন, “তোমাদের ইতিহাস জানো। ভুলে যেও না, এ স্বাধীনতা অনেকরক্তে কেনা। তোমাদের দায়িত্ব হলো সে সত্যকে সযত্নে বহন করা—কথায়, লেখায়, চলচ্চিত্রে, বা হৃদয়ে।”

আয়োজক ব্রিটিশ বাংলাদেশী মেয়র মইন কাদরী বলেন, “গৌতম ঘোষ শুধু একজন শিল্পী নন—তিনি ইতিহাসের ধারক, একজন নীরব মুক্তিযোদ্ধা।”

 


 

স্কানথ্রপ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

 

লন্ডনঃ  প্রতি বছরের ন্যায় এবারও ব্রিটিশ বাংলাদেশীদের উদ্যোগে লিংকন শায়ারের স্কানথপে অনুষ্টিত হয়ে গেল সেভেন-এ সাইড টুর্নামেন্ট ২০২৫। বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েন স্কানথপের আয়োজনে এই টুর্নামেন্টে ১৬টি ব্রিটিশ বাংলাদেশী টিম অংশ নেন। ১৮মে রোববার দিনব্যাপী জন্সগ্লেড কলেজ মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২ গোলে চ্যাম্পিয়ান হয় আবদাল কিচেন, রানার্স আপ হয় গেইট অফ ইন্ডিয়া। গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশর কৃতি ফুটবলার আখতার চৌধুরীর টিম এসি।

খেলা শেষে বিজয়ী, রানার্স আপ ও কৃতি খেলোয়াদের মাঝে পুরস্কার বিতরন করেন স্কানথপ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালিক ও সাবেক সভাপতি মুজিবুর রহমান।

এই আয়োজনের সার্বিক সহযোগীতা করেন এনামুল হক, রেজাউর রহমান, বাবুল আহমদ, খাদিমুল ইসলাম, নাজিম আলী, মিজানুর রহমান আদিয়ান চৌধুরী, ইমন চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT