1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন শাখার আলোচনা সভা - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন শাখার আলোচনা সভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫১৩ পড়া হয়েছে

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬.০০ঘটিকার সময় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী হল রুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সভাপতি ড. আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৩৩৬) সৈয়দা জোহরা আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডাঃ দীনেশ সূত্রধর, সহ-সভাপতি ডাঃ এ.কে জিল্লুল হক, সহ-সভাপতি ড.আব্দুল মতিন চৌধুরী। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এডভোকেট বনমালী নন্দী, সহ-সভাপতি এডভোকেট কেতকী রন্জন ভট্টাচার্য, যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট সন্জয় কান্তি বিশ্বাস, তপন কান্তি দত্ত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহেদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ, অর্থ সম্পাদক নয়ন লাল দেব, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রমুখ। মানবতাবাদী বক্তারা মানবাধিকারের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমাাজে সর্বস্তরে যাতে মানবাধিকার বাস্ততবায়ন হয় সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান অতিথি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি বলেন সমাজে নির্যাতিত ও নিপিড়ীত মানুষের পক্ষে সকল মানবাধিকার কর্মীদের দাঁড়াতে হবে। এক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত আলোচনা সভায় জেলা ও বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক মানবতাবাদী নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT