১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬.০০ঘটিকার সময় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী হল রুমে বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সভাপতি ড. আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৩৩৬) সৈয়দা জোহরা আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডাঃ দীনেশ সূত্রধর, সহ-সভাপতি ডাঃ এ.কে জিল্লুল হক, সহ-সভাপতি ড.আব্দুল মতিন চৌধুরী। এছাড়া সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এডভোকেট বনমালী নন্দী, সহ-সভাপতি এডভোকেট কেতকী রন্জন ভট্টাচার্য, যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট সন্জয় কান্তি বিশ্বাস, তপন কান্তি দত্ত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহেদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ, অর্থ সম্পাদক নয়ন লাল দেব, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রমুখ। মানবতাবাদী বক্তারা মানবাধিকারের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সমাাজে সর্বস্তরে যাতে মানবাধিকার বাস্ততবায়ন হয় সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান অতিথি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি বলেন সমাজে নির্যাতিত ও নিপিড়ীত মানুষের পক্ষে সকল মানবাধিকার কর্মীদের দাঁড়াতে হবে। এক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত আলোচনা সভায় জেলা ও বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক মানবতাবাদী নেতাকর্মী উপস্থিত ছিলেন।