|
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে বউ শ্বাশুড়ির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় নাঈম (৮) নামের এক শিশুপ্ত্রু গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন, উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম(৪০) ও তার পুত্রবধু নুরুন নাহার (২৫)।
|
|
এদিকে বিষাক্ত এ মাছ খেয়ে একই পরিবারের বউ শ্বাশুড়ির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয়রা সুত্রে জানাযায়, বুধবার সকালে শাহিদা বেগম এক মাছ বিক্রেতার কাছ থেকে এই বিষাক্ত পটকা মাছ কিনে শাশুড়ী, বউ ও শিশুপুত্র দুপুরের খাবার গ্রহণ করেন। এরপর সন্ধার দিকে তারা অসুস্থ্য হয়ে পড়লে তাদেরকে স্থানীয় পল্লী চিকিৎসক দেখানো হয়। এক পর্যায়ে নিজ বাড়ীতে শাশুড়ী ও বউ মৃত্যু হয়। এরপর শিশুপুত্র নাঈম স্বাস্থ্য কমপ্লে´ নিয়ে যাওয়া হয়। এসময় পরিবারের অন্য দুই সদস্য বাড়ীতে না থাকায় তারা মৃত্যু’র হাত থেকে বেছে যান।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ও স্থানীয় চেয়ারম্যান ভানু লাল রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সাথে কথা বলে ধারনা করা হচ্ছে পটকা মাছ খাওয়ার কারনে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
|