1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা - মুক্তকথা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৪৮৩ পড়া হয়েছে

প্রনীত রঞ্জন দেবনাথ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমসেরনগর ফাঁড়ির পুলিশ। অভিযানকালে হোটেলের সামনে খোলা অবস্থায় খাদ্য পণ্য বিক্রয়, খাদ্য পণ্যে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝুঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার বিক্রয়সহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়। অভিযানে ডালিয়া হোটেলকে ৪ হাজার টাকা, ষ্টেশন রোডের শান্ত ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যারকে ২ হাজার টাকা, সায়েম হার্ডওয়্যারকে ৩ হাজার টাকাসহ ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT