ছাতক প্রতিনিধি: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ছাতকের মুক্তিরগাঁও এলাকাসহ সুরমা নদীর ভাঙ্গন রোধে সরকার প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় দোয়ারাবাজার শহর রক্ষা ও ছাতকে নদী ভাঙ্গন রোধে পাউবো একাধিক প্রকল্প হাতে নিয়েছে। শীঘ্রই এসব প্রকল্পে কাজ শুরু হতে পারে।
এসময় তিনি নদী শাসনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে বলেন, সারা দেশে নদী শাসনে সরকারের যূগান্তকারি পরিকল্পনা রয়েছে। শীঘ্রই এগুলো বাস্তবায়নের পথে রয়েছে। নদী শাসন প্রকল্প বাস্তবায়ন হলে সুনামগঞ্জ জেলাবাসিও এর সূফল ভোগ করবে। সোমবার (১৯মার্চ) ছাতক পৌরসভার রহমতকাগ এলাকার রহমত মঞ্জিলে আয়োজিত এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হক, আলহাজ্ব রহমত আলীসহ গন্যমান্য লোকজন।
ছাতকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জাতিয় গ্রীড লাইন দু’দিন বন্ধ থাকছে। ফলে সুনামগঞ্জ জেলাবাসি ২৩ ও ২৪মার্চ বিদ্যুতের আলো থেকে বঞ্চিত থাকছেন। বিদ্যুৎ লাইন উন্নয়নে দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ছাতক ও সুনামগঞ্জসহ অন্যান্য উপজেলা সদরে মাইকিং ও পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে বিউবোর এসিদ্ধান্ত জানানো হয়েছে।
ছাতকে কালারুকা ইউপির নয়ালম্বাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২২মার্চ) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি আরশ আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক স্মৃতি রাণী দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সদস্য মাওলানা সাইদুর রহমান, প্রধান শিক বকুল কৃষ্ণ দাস, শিক্ষিকা জুঁই ঘোষ, তাজিমা বেগম লুতফা, সুমা দাস, প্যারা শিক তাসলিমা বেগম প্রমূখ। উপস্থিত ছিলেন, অভিবাবক সদস্য মাওলানা আব্দুস শহিদ, বুরহান উদ্দিন, আব্দুল মুহাইমিন, সদরুল আমিন, জসিম উদ্দিন, তৈয়ব আলী, আবু তাহের, ছাব্বির আহমদসহ এলাকার লোকজন। পরে বিজয় শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।