সাবেক যুব প্রধান আব্দুল আহাদের কাছ থেকে জানা যায়, ২০১৬ সালে তিনি বিদায় নেয়ার পর থেকে এ পর্যন্ত কামরুল ইসলাম মুন্না যুব প্রধানের দায়িত্ব পালন করছেন।
সাবেক যুব প্রধান উপানন্দ বর্মণ বলেন, এক টার্মের(২বছর) বেশি সময় যুব প্রধান থাকা যুব পলিসি পরিপন্থি। কিন্তু বর্তমান যুব প্রধান ক্ষমতার প্রভাব খাটিয়ে একাধারে ৬ বছর ধরে যুব প্রধানের চেয়ারে বসে আছেন। যার কারণে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। ভেঁঙ্গে পড়েছে যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম।
সাবেক যুব প্রধান সুরঞ্জিত দাশ চৌধুরী সহ অনেকেই বলেন, যুব প্রধানের কাজ নতুন নেতৃত্ব তৈরি করা। কিন্তু একই ব্যক্তি বারবার যুব প্রধান হওয়ায় নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। যুব পলিসির বাইরে তাদের ইচ্ছামাফিক মৌলভীবাজার যুব ইউনিট পরিচালিত হচ্ছে।
এবিষয়ে মৌলভীবাজার যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান কামরুল ইসলাম মুন্না বলেন, সারাদেশে এরকম অনেক ইউনিটেই ৬/৭ বছর যাবত একই ব্যক্তি যুব প্রধানের দায়িত্ব পালন করছেন। নির্বাহী কমিটি আমাকে যুব প্রধান রাখায় দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাকে বাধ দিয়ে নতুন কমিটি করলে আমি সরে যাব। |