1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লভ্যাংশ ছাড়াই নিত্যপণ্য বিক্রয়কেন্দ্র - মুক্তকথা
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:০৮ অপরাহ্ন

লভ্যাংশ ছাড়াই নিত্যপণ্য বিক্রয়কেন্দ্র

কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২১ পড়া হয়েছে

‘বিনা লাভে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্রে’র‍‍ উদ্বোধন

সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত দোকান চালু থাকবে


 

সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে চড়া দামের কারণে দিশেহারা সাধারণ মানুষ। সারাদেশের মতো একই পরিস্থিতি মৌলভীবাজার শ্রীমঙ্গলেও। এমন পরিস্থিতিতে বারবার সামনে আসছে বাজার সিন্ডিকেটের কথা। সেই সিন্ডিকেটের বিপরীতে স্থানীয় সাধারণ ক্রেতাকে স্বস্তি দিতে শ্রীমঙ্গলে ‍‍’বিনা লাভে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্রের‍‍` কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১২টায় শহরের নতুন বাজার (মির্জাপুর বাসস্ট্যান্ড) এলাকায় আনুষ্ঠানিভাবে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার সদ্যসাবেক মেয়র মোঃ মহসিন মিয়া মধু।

এসময় বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, টিটু দাস, মোবারক হোসেন, ভুট্টু মিয়া, কাজী আব্দুল গফুর, আব্দুর রহমান খান পাশা, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্কুল কলেজের ছাত্র, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিক্রয় কেন্দ্র ঘুরে দেখা যায়, নিত্যপণের মধ্যে ডিমের হালি ৪৫ টাকা, পেয়াজের কেজি ৯২ টাকা, রসুনের কেজি ২০০ টাকা, সোয়াবিন তেল লিটার ১৬২ টাকা, মসুরি ডাল কেজি ১০২ টাকা, চাল কেজি ৪৬ টাকা, আলু কেজি ৫৭ টাকা, প্রতি পিছ লাউ ৪০ টাকা, পেপে কেজি ২৭ টাকা, শসা কেজি ২৫ টাকা, লাল শাক কেজি ২৫ টাকা, লাচ্চা সেমাই প্রতি পেকেট ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

বিক্রয় কেন্দ্রে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্বল্প আয়ের মানুষেরা বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পেরে খুব খুশি। বিক্রয় কেন্দ্র থেকে নিত্যপণ্য কিনতে আসা রিকশা চালক বলেন, বিনা লাভের দোকান থেকে যে জিনিসগুলি কিনেছি সেগুলো অন্য জায়গা থেকে দিগুণ দামে কিনতে হতো। বাজারে আসা ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তি ভাব লক্ষ্য করা গেছে।

বিনা লাভে নিত্যপণ্য কেন্দ্রের প্রধান উদ্যোক্তা শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীমঙ্গল পৌরসভার সদ্যসাবেক মেয়র মো. মহসিন মিয়া জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে স্বল্প আয়ের মানুষদের স্বস্তি দিতে আমি আমার নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে কমদামে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র চালু করেছি। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে অসহনীয় হয়ে পড়ায় কিছুটা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের জোগান দিতেই এই বিনা লাভের দোকান চালু করা হয়েছে।

তিনি আরো বলেন, যতদিন নিত্যপণ্যসহ সবজির বাজার সহনীয় পর্যায়ে না আসবে, ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।


শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের উদ্যোগে ‘বিনা লাভের বাজার’ উদ্বোধন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে ক্রেতা সাধারণের স্বস্তি ফেরাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যনারে শুরু হয়েছে ‘বিনা লাভের বাজার’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার উদ্যোগে আবু হানিফা ও কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে বিনা লাভের বাজার উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু তালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুস সালাম তালুকদার, শ্রীমঙ্গল প্রতিনিধি হায়দার আলী, মো: ছাঈদ আহমেদ ছাদী, মো: আবু হানিফা, কামরুল ইসলাম, নাঈম আহমদ, আহসানুর রহমান রনি, রানা আহমেদ, মো: রাকিব, তাওহিদুর রহমান, মন্জুর, উম্মে রাফিসা মাইমুনা, মীম আক্তার, সাদিয়া আক্তার, কমলগঞ্জের প্রতিনিধি জালাল আহমদ, শাহিন মিয়া, নাজমিন বেগমসহ সাধারণ শিক্ষার্থীরা।

দুপুরে সরজমিন ‘বিনা লাভের বাজারে গিয়ে দেখা যায়, মধ্যবিত্তসহ সব ধরণের ক্রেতা আগ্রহভরে এই নতুন আঙ্গিকের বাজারে এসে তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন।

সবজি কিনতে আসা শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া এলাকার বাসিন্দা চা শ্রমিক দীপ বোনার্জি বলেন, বাজারের চেয়ে এখানে সবজির দাম অর্ধেক কম থাকায় সাশ্রয়ী মূল্যে কিনতে পারছেন তিনি।

শহরের বাসিন্দা গৃহিণী সেলিনা বেগম বলেন, বাজারে সবজির দাম দ্বিগুণ। তাই এখান থেকে কম দামে কয়েক প্রকারের সবজি কিনতে পেরে ভালো লাগছে। বিনা লাভের বাজারে আসা অন্যান্য ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে।

বিনা লাভের বাজারের আয়োজকদের অন্যতম আবু হানিফা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলার উদ্যোগে শুরু হওয়া বাজারটি আমি এবং কাজী মঞ্জুরের তত্ত্বাবধানে আজ শুরু হয়েছে। বাজারে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজক সংশ্লিষ্টরা।

বাজারটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT