লন্ডন: মঙ্গলবার, ১২ই অগ্রহায়ণ ১৪২৩।। একটি দূর্লভ বিশ্ব মানচিত্র পাওয়া গেছে স্কটল্যন্ডের এবারডীনে, একটি বাড়ীর চিমনীতে পেচানো। শতেরো শ’ শতাব্দীর ওই মানচিত্র খানি শতছিন্ন আর পোকা-মাকড়ে ভরা ফেলে দেয়া আবর্জনা হিসাবে পাওয়া গিয়েছে এবারডীনের একটি বাড়ী মেরামত করতে গিয়ে। এখন অবশ্য খুবই সতর্কতার সাথে পরিষ্কার করে মোটামুটি একটি মানচিত্র বলে বুঝা যায় এমন পর্যায়ে আনা হয়েছে আর স্কটল্যান্ডের জাতীয় পাঠাগার এ কাজ করেছে। পরিষ্কার করার পর বুঝা গেছে যে মানচিত্রটি এঁকেছিলেন ওলন্দাজ খোদাই শিল্পী “জেরাল্ড ভাল্ক”।
মানচিত্রটির বহু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হারিয়ে গেছে। প্রাপ্ত অংশগুলো সনাক্ত করার উপযোগী করে তোলা হয়েছে যা দেখে আধুনিক দুনিয়ার মানুষ আনন্দ উপভোগ করতে পারবে বলে পাঠাগার আধিকারিক বলেছেন।
অনুমান করা হচ্ছে অনুরূপ মানচিত্র সারা বিশ্বে আর মাত্র দু’টি আছে। পুরোপুরি দর্শনযোগ্য করে সাধারণ মানুষের দেখার জন্য মানচিত্রটিকে উপযুক্ত কোন একটি দেয়ালে ঝুলিয়ে দেয়া হবে। মানচিত্রটির মাপ ৭ফুট:৫ফুট।
(বিবিসি থেকে সংগৃহীত)