জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচী। আজ শনিবার(৭ আগষ্ট) সকালে পৌরসভা প্রাঙ্গণে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধুর সভাপতিত্বে অনুষ্টিত টিকাদান ক্যাম্পিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরিবার ও পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ হোসেন ইকবাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন কবীরসহ স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা।
উদ্বোধনকালে প্রধান অতিথি সকলকে টিকাদানে এগিয়ে আসার আহ্বান জানান। সারা দেশের সাথে শ্রীমঙ্গলে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে ও একটি পৌরসভার ৭ হাজার ২০০ জনকে সিনোফার্মের ভাইরোসেল টিকার প্রথম ডোজ প্রদান করা হবে।
সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে টিকা কার্যক্রম চলে এবং টিকা কেন্দ্রগুলোতে নারী পুরুষের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়।
|