1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সীমান্ত হত্যা, এটা কি মানবিক? - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

সীমান্ত হত্যা, এটা কি মানবিক?

রাজনৈতিক সংবাদদাতা॥
  • প্রকাশকাল : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ পড়া হয়েছে

সীমান্তে হত্যার বিচার দাবিতে
মৌলভীবাজার জেলা আইনজীবীদের বিবৃতি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বি.এস.এফ কর্তৃক কিশোরী স্বর্ণা রানী দাস এর হত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা আইনজীবীগণ তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা তাদের প্রতিবাদে এ হত্যা ঘটনাকে মরণঘাতী অমানবিক উল্লেখ করে বলেছেন- কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত এলাকায় বিগত ০১ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি.এস.এফ. কর্তৃক নির্মমভাবে পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে স্থানীয় নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী স্বর্ণা রানী দাসকে(১৪) গুলি করে হত্যা করে। এহেন অমানবিক ও নির্মম হত্যাকান্ডে আমরা আইনজীবীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনাই।

প্রতিবাদে তাঁরা আরও বলেন, গোটা বাংলাদেশের সীমান্ত জুড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বি.এস.এফ. এর এহেন অমানবিক কর্মকান্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। মানুষ হত্যা সহ সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধ কল্পে এবং সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ব বিবেকসহ ভারতীয় এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সকল পক্ষকে অবিলম্বে এই রকমের নৃশংস হত্যাকান্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হতে বিরত থাকার এবং সংশ্লিষ্ট হত্যাকারীকে শাস্তির আওতায় আনার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরকারী মৌলভীবাজার বারের আইনজীবীগণ হলেন- পিয়ুষ কান্তি সেন, মাহবুবুল আলম রুহেল, মিজানুর রহমান, অলক কান্তি রায়, অমূল্য কুমার ঘোষ, সাইফুল ইসলাম মনির, মোঃ শামসুদ্দিন, সুফায়েল আহমদ খান, আব্দুল আহাদ, আব্দুল ওয়াহিদ, মইনুর রহমান মগনু, আশফাক আহমেদ, অমিতাভ ঘোষ, মোঃ জহুরুল ইসলাম, বাসুদেব ভট্টাচার্য, বিধান চন্দ্র ভট্টাচার্য, মাসুমা সুলতানা সুশ্রী, ইসরাত জাহান, সাইদুর রহমান, রেজাউল করিম, বিশ্বজিৎ শর্মা, মাহবুবুল আলম শামীম, বিধান চন্দ্র বৈদ্য,মোঃ শাহ আলম, মোহাম্মদ নাজমুল হোসেন বুলবুল, সুকান্ত নন্দী, রিনা বেগম, তাহমিনা আক্তার জাহান, রাধারানী দেব, মহিউদ্দিন মানিক, সালমা বেগম, একে এম মুস্তাফিজুর রহমান চৌধুরী, মোঃ এখলাছুর রহমান, মোঃ মনসুর, শেখ আহমেদ হাবিব, মোহাম্মদ তাজুল ইসলাম, বিশ্বজিৎ ঘোষ, প্রসেন দত্ত।

উল্লেখ প্রয়োজন যে এনিয়ে মৌলবীবাজার জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শহরে এক প্রতিবাদী মানববন্ধন আয়োজন করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT