1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সীমান্তে বিএসএফ-এর গুলিতে ১ বাংলাদেশী নিহত - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

সীমান্তে বিএসএফ-এর গুলিতে ১ বাংলাদেশী নিহত

জুড়ি প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৭১৬ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ॥ মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিএসএফ-এর গুলিতে নিহত ওই বাংলাদেশি যুবকের নাম বাপ্পা মিয়া। তার বয়স ৩৫ বছর। জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটলী গ্রামের আব্দুল রউফের ছেলে তিনি।
গত শনিবার রাত ৩ টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।
ফুলতলা ইউনিয়নের ইউপি সদস্য ইনতিয়াজ গফুর মারুফ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত আনুমানিক ৩ টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে বিজিবি -৫২ ব্যাটালিয়নের অধিনায়ক ছুবেদার দেলোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছে।
তিনি আরোও বলেন, বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। গরু আনতে গিয়ে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
মুঠোফোনে বিজিবির ৫২ – ব্যাটালিয়নের অধিনায়ক ছুবেদার দেলোয়ার হোসেন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)এর গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, আমরা পরবর্তী কার্যক্রম নেওয়ার প্রস্তুতি নিয়েছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT